নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রী সীমা খানমকে (৩৫) হত্যার অভিযোগ উঠেছে স্বামী মাইনুদ্দিন মাইনুলের (৩৬) বিরুদ্ধে। ঘটনার পর রাতেই পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে।
শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে গাজীপুর সদর উপজেলার বিকে বাড়ী (শিকদার মার্কেট) সংলগ্ন একটি বাড়ির পাঁচতলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
নিহত সীমা খানম গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ধানকোড়া (পাথরঘাটা) গ্রামের মৃত মোহন শেখের মেয়ে। তিনি স্বামী মাইনুদ্দিন মাইনুলের সঙ্গে ওই বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মণিপুর মডেল হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে মার্কেটিং বিভাগে চাকরি করতেন।
অভিযুক্ত মাইনুদ্দিন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার সর্দার বাড়ী (পক্ষিয়া) গ্রামের নুরুল ইসলামের ছেলে।
নিহতের বড় বোন শিলা বেগম (৪৩) বলেন, ‘গত প্রায় পাঁচ বছর আগে সীমা ও মাইনুদ্দিন বিয়ে করে। বিয়ের পর থেকে তারা ওই এলাকায় বিভিন্ন বাড়িতে ভাড়া থেকে চাকরি করে আসছে। একপর্যায়ে মাইনুদ্দিন প্রেমে জড়িয়ে পড়ে উশৃঙ্খল জীবন যাপন করতো। আমার বোন তার স্বামীকে ভালোভাবে চলাফেরা করার পরামর্শ দিলেও সে তার খেয়ালখুশিমতো চলতো। পারিবারিক বিভিন্ন বিষয়সহ ওইসব ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকতো। আমার বোনকে তার স্বামী প্রায়ই মারপিট করতো। এসব নিয়ে ঝগড়া হলে প্রায় সময় মাইনুদ্দিন আমাকে ফোন করে বোনকে হত্যার হুমকি দিতো।’
তিনি আরও বলেন, ‘ঘটনার সময় রাত আড়াইটার দিকে আমার বোন সীমার চিৎকার শুনে পাশের ঘরের সুমাইয়া আক্তারের ঘুম ভেঙে যায়। এ সময় সে ঘর থেকে বের হয়ে আমার বোনের দরজা ভেতর থেকে আটকানো দেখে ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ পায়নি। আশপাশের ভাড়াটিয়া এবং বাড়ির মালিক এসে ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে তারা জয়দেবপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে ঘরে প্রবেশ করে এবং আমার বোনের লাশ বিছানায় দেখতে পায়।’
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল বলেন, স্ত্রীকে ধারালো চাকু দিয়ে গলা কেটে হত্যার ঘটনায় স্বামী মাইনুদ্দিন মাইনুলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।’
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘সীমা খানমকে হত্যার ঘটনায় নিহতের বড় বোন শিলা বেগম বাদী হয়ে নিহতের স্বামী মাইনুদ্দিন মাইনুলসহ তার অজ্ঞাত ২-৩ জন সহযোগীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।