গাজীপুরে স্ত্রী ও শাশুড়িকে হত্যায় অভিযুক্ত সেই যুবক গ্রেফতার

গাজীপুরে স্ত্রী ও শাশুড়িকে হত্যায় অভিযুক্ত সেই যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক কলহের জেরে স্ত্রী এবং শাশুড়িকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত রাহিল রানা তানভীরকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (২০ অক্টোবর) দুপুরে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান জানান, শনিবার সন্ধ্যায় গাজীপুরের বাসন থানাধীন নাওজোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গাজীপুরে স্ত্রী ও শাশুড়িকে হত্যায় অভিযুক্ত সেই যুবক গ্রেফতার

গ্রেফতার তানভীর টাঙ্গাইল সদর থানার বরুহা এলাকার নাজিম উদ্দিনের ছেলে।

এ ঘটনায় নিহত মোর্শেদা বেগম (২২) নাটোর সদর থানার লক্ষ্মীপুরা এলাকার মুকুল আলীর মেয়ে। তিনি তার মা ফুলবানুর (৪৫) সঙ্গে কালিয়াকৈর উপজেলার উত্তর সফিপুর এলাকার মামুন মিয়ার টিনসেড বাড়িতে ভাড়া থাকতেন।

র‌্যাব কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, বুধবার (১৬ অক্টোবর) দিবাগত মধ্যরাতে ঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে জানালা দিয়ে স্ত্রী ও শাশুড়ির শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যান রাহিল রানা তানভীর। পারিবারিক কলহের জের কয়েক মাস ধরে স্ত্রীর সঙ্গে থাকেন না তিনি। এই সময়ের মধ্যে স্ত্রী মোর্শেদা তাকে তালাক দেন। তালাকের খবর শুনে তানভীর রাতে ঘরের জানালা দিয়ে স্ত্রী ও শাশুড়ির গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়। বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগানো থাকায় মোর্শেদা ও ফুলবানু বের হতে না পেরে চিৎকার করেন। আশপাশের লোকজন দরজা খুলে তাদের উদ্ধার করে এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রাখেন। পরদিন বৃহস্পতিবার সকাল ১০টায় মোর্শেদা এবং রাত ৮টায় ফুলজান বেগম ওই হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও জানান, নিহতের ঘটনায় ভিকটিম ফুলবানুর মা আম্বিয়া বেগম (৬০) বাদী হয়ে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। আসামি রাহিল রানা তানভীর গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজোড় এলাকায় আত্মগোপনে ছিল। সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যায় জড়িত থাকার কথা র‌্যাবের কাছে স্বীকার করেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ‘আসামি রাহিল রানা তানভীরকে রবিবার (২০ অক্টোবর) দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে অভিযান, ৩ ব্যবসায়িকে জরিমানা