নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংসে কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে ‘অনিক নার্সারি’তে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ।
কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরের অংশ হিসেবে এদিন ১০ হাজার চারা ধ্বংস করা হয়। প্রতিটি চারার জন্য নার্সারি মালিককে ৪ টাকা করে মোট ৪০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। ক্ষতিপূরণের অর্থ পরিশোধের পরই চারাগুলো ধ্বংস করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা বলেন, “আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের গভীর শিকড় মাটির পানি শোষণ করে নেয়, যা স্থানীয় জলাধার ও কৃষি ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলে। তাছাড়া এই গাছের নিচে অন্য উদ্ভিদ জন্মাতে পারে না। তাই পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এসব গাছের বিস্তার রোধ জরুরি হয়ে পড়েছে।
তিনি জানান, উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা ব্যক্তিমালিকানাধীন নার্সারিগুলোতে দীর্ঘদিন ধরেই এই ধরনের চারা উৎপাদন ও বিক্রি হচ্ছিল। পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা আগেই নার্সারিগুলো পরিদর্শন করে চারা গণনা ও মালিকদের ক্ষতিপূরণ বুঝিয়ে দেন।
ইউএনও ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, “আমরা চাই শ্রীপুরের বনাঞ্চল ও কৃষিভিত্তিক পরিবেশ যেন আরও টেকসই হয়। তাই ক্ষতিকর গাছের পরিবর্তে উপযোগী ও পরিবেশবান্ধব গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।”
উপজেলা প্রশাসন জানিয়েছে, এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে এবং ভবিষ্যতে সকল নার্সারিকে বিকল্প চারা উৎপাদনে উৎসাহিত করা হবে। স্থানীয় জনগণকেও পরিবেশ সুরক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।