Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : করোনাকালে গাজীপুর মহানগরের গাছা ও কোনাবাড়ি এলাকায় গাজীপুর জেলা ও মহানগর সিআইডি পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২০০পিস ইয়াবাসহ ও ক্রেতা-বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তকৃতররা হলো কুড়িগ্রামের আনারুল ইসলাম (৩৪) ও গাজীপুরের মো. নাজমুল ইসলাম (২৬)।
গাজীপুর জেলা সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মো. শামসুল আলম বলেন, কুড়িগ্রাম থেকে গাজীপুরে ইয়াবার চালান আসছে এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে গাছা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২০০পিস ইয়াবসহ বিক্রেতা আনারুলকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ওই ইয়াবা চালানের মুল ক্রেতা নাজমুলকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।