জুমবাংলা ডেস্ক : উদ্ভাবন ও প্রেরণার মধ্য দিয়ে আজ বিশ্ব ডিএনএ দিবস ২০২৫ উদযাপন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট (আইবিজিই)।
কৃষি, স্বাস্থ্য ও পরিবেশগত টেকসই উন্নয়নে ডিএনএ বিজ্ঞানের ভূমিকা তুলে ধরে আয়োজিত এই দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থী, গবেষক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
ডিএনএ-এর ডাবল হেলিক্স গঠন আবিষ্কারের ৭২তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের জৈবপ্রযুক্তি খাতে নেতৃত্বের প্রতিফলন ঘটে।
সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের সূচনা হয়।
বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের ভাইস প্রেসিডেন্ট ড. জাহুরুল করিম এবং আইবিজিই’র প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশ্ব বিজ্ঞান একাডেমির ফেলো প্রফেসর তোফাজ্জল ইসলাম এর নেতৃত্বে এই শোভাযাত্রায় অংশ নেন ১৫০ জনেরও বেশি শিক্ষক-শিক্ষার্থী, গবেষক ও সাংবাদিক।
জিনোমিক্স, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণু কৃষিতে ডিএনএ গবেষণার অগ্রগতি তুলে ধরে বানার, প্ল্যাকার্ড ও শিল্পকর্ম নিয়ে শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়। বেলুন উড়িয়ে বিশ্ব ডিএনএ দিবসের শুভ সূচনা করা হয়।
সকাল ১০টায় জিনোম সম্পাদনা, বায়োইনফরমেটিক্স ও জৈবপ্রযুক্তি বিষয়ক জ্ঞান যাচাইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার প্রতিযোগিতা জাতীয় ডিএনএ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। মাইক্রোবায়োম গবেষণা, ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা ও টেকসই জৈবসার নিয়ে উদ্ভাবনী প্রকল্পগুলোর পোস্টার ও নিবন্ধ প্রদর্শনী সকলের দৃষ্টি কাড়ে।
দিবসের অন্যতম আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত সেমিনার। এতে প্রফেসর তোফাজ্জল ইসলাম “ডিএনএ থেকে জিনোম সম্পাদনা: জীববিজ্ঞানে এক বিপ্লবী অধ্যায়” শীর্ষক মূলবক্তৃতায় ডিএনএ-এর ঐতিহাসিক আবিষ্কার থেকে CRISPR ভিত্তিক জিনোম এডিটিং প্রযুক্তির যুগান্তকারী প্রয়োগ নিয়ে আলোচনা করেন।
ড. জাহুরুল করিম ডিএনএ-কে “জীবনের নীলনকশা” আখ্যায়িত করে জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের উদ্ভাবনী গবেষণায় এগিয়ে আসার আহ্বান জানান।
আইবিজিই’র বর্তমান পরিচালক প্রফেসর শাহ মোহাম্মদ নাঈমুল ইসলাম চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও গবেষকদের সমন্বিত প্রচেষ্টাকে স্বাগত জানান। সাবেক পরিচালক প্রফেসর মাহবুবুর রহমান ও প্রফেসর মোরশেদুর রহমান খাদ্য নিরাপত্তা ও জীববৈচিত্র্য রক্ষায় গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অলিম্পিয়াড, পোস্টার প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। বিজ্ঞানীসুলভ কৌতূহল ও বাস্তব প্রভাবের মিশেলে এ আয়োজন গাকৃবিকে জৈবপ্রযুক্তির প্রাণকেন্দ্র হিসেবে আরও সুদৃঢ় করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।