গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামে বিস্ফোরণের পর লাগা আগুন নিয়ন্ত্রণে আসার পর উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস ও যৌথ বাহিনী সক্রিয় হয়েছে। এতে ৪ ফায়ার সার্ভিসকর্মী ও চারজন সাধারণ আহত হয়েছেন। দগ্ধদের মধ্যে দুইজনের দেহ ১০০ শতাংশ পুড়ে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা সোয়া ৩টায় লাগা আগুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতটি ফায়ার ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, উদ্ধার অভিযান এখনও চলছে এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।
দগ্ধরা হলেন,ফায়ার সার্ভিস পরিদর্শক জান্নাতুল নাঈম (৪৩) – ৪২% দগ্ধ,ফায়ার ফাইটার মো. শামীম (৪৫) – ১০০% দগ্ধ,ফায়ার ফাইটার মো. নুরুল হুদা (৪৫) – ১০০% দগ্ধ, ফায়ার ফাইটার মো. জয় হাসান (২৫) – ৫% দগ্ধ
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আহত হয়েছেন, তবে দগ্ধ নন। আহত কারখানার একজন কর্মকর্তা এবং পথচারী বাবু হাওলাদার (২০) ও আশিক (১৭) বর্তমানে চিকিৎসাধীন। জয় হাসানকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হবে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানিয়েছেন, ফায়ার ফাইটারদের মূল উদ্দেশ্য ছিল আগুন নেভানো। তবে বিস্ফোরণের কারণে দু’জন ১০০% দগ্ধ হয়েছেন। তাপমাত্রার মাত্রা এতই বেশি ছিল যে তাদের পিপিও পুড়ে গেছে। তিনি বলেন, “অন্যের জীবন ও সম্পদ বাঁচাতে গিয়ে আমাদের ফায়ার ফাইটাররা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা সব সময় তাদের পাশে থাকব।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।