জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ নারায়ণগঞ্জের মতো একই পর্যায়ে পৌঁছে যাওয়ার কারণে গাজীপুর, ময়মনসিংহ এবং কেরানীগঞ্জকেও কঠোরভাবে লকডাউন করা প্রয়োজন বলে বুধবার মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আইইডিসিআরে নিয়মিত ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী করোনাভাইরাসের বিস্তার রোধে পরীক্ষার সংখ্যা আরও বাড়ানোর ওপর জোর দেন এবং সবাইকে বাড়িতে থাকার আহ্বান জানান।
করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার বিষয়ে তিনি বলেন, গাজীপুর, ময়মনসিংহ এবং কেরানীগঞ্জের পরিস্থিতি ভালো নয়। ‘এ অঞ্চলগুলো কঠোরভাবে লকডাউন করা প্রয়োজন।’
এ পর্যন্ত গাজীপুরে ৫৩, ময়মনসিংহে ২১ এবং কেরানীগঞ্জে ২৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে, বুধবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন আরও চারজনের মৃত্যুর ফলে করোনভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।