Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের এক চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
রোববার (২২ মার্চ) ওই চিকিৎসকের স্যাম্পল নেবার কথা রয়েছে আইসিডিআর-এর।
বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান।
ওই চিকিৎসক হাসপাতালে চর্ম ও যৌন রোগ বিভাগের কর্মরত আছেন।
হাসপাতাল পরিচালক ডা. খলিলুর রহমান জানান, ওই চিকিৎসক ঠাণ্ডা কাশিতে ভুগছেন। তিনি নিজেই হোম কোয়ারেন্টাইনে থাকার কথা জানিয়ে হাসপাতালে আসবেন না বলে জানিয়েছেন। তার মনে সন্দেহ থাকায় বিষয়টি আইসিডিআরকে জানানো হয়েছে। তারা সম্ভবত রোববার স্যাম্পল নিবেন। পরীক্ষা নিরীক্ষার পর বিষয়টি বুঝা যাবে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel