গাজীপুর প্রতিনিধি: চলতি ২০১৯-২০ অর্থ বছরে গাজীপুর সিটি কর্পোরেশনের ৬ হাজার ১৩৮ কোটি ৬৫ লাখ ৬৪ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম এ বাজেট ঘোষণা করেন।
বাজেটে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৪৭৬২ কোটি ৮২ লাখ ২৪ হাজার টাকা। উদ্বৃত্ত থাকবে ১ হাজার ৩৭৫ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকা।
বাজেটে রাজস্ব সাধারণ তহবিল থেকে পানি সরবরাহ, সরকারি উন্নয়ন, ও বৈদেশিক সহায়তাপুষ্টসহ অন্যান্য প্রকল্প থেকে আয় দেখানো হয়েছে। বৈদেশিক সহায়তাপুষ্ট বিভিন্ন প্রকল্পে সর্বোচ্চ এবং শিক্ষা ও সংস্কৃতি সংক্রান্ত খাতে সর্বনিম্ন ব্যায় ধরা হয়েছে।
গাসিক মেয়রের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত মহিলা আসনের এমপি শামসুন্নাহার ভূঁইয়া, গাজীপুর মেট্রাপলিটন পুলিশের কমিশনার আনোয়ার হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুর জেলা জজ ড. মো. আবুল কাশেম, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।