Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার কালামপুর চার রাস্তার মোড় থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল বেলা শ্রমিকেরা কর্মস্থলে যাওয়ার পথে রাস্তার পাশে অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকা মরদেহটি দেখতে পান। যুবকের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে নির্মমভাবে খুন করা হয়েছে।
খবর পেয়ে কালিয়াকৈর থানার একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘নিহত যুবকের নাম-পরিচয় এখনও শনাক্ত হয়নি। আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলমান রয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।