‘হাউ ফানি’ গানে মাতাতে চান হিরো আলম ও ভুবন বাদ্যকর

বিনোদন ডেস্ক: গানে এবার দুই বাংলা মাতাতে এক হয়েছেন বাংলাদেশের আলোচিত-সমালোচিত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব হিরো আলম ও ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর।

হিরো আলমের সঙ্গে গানে কণ্ঠ দিচ্ছেন ভুবন বাদ্যকর। গানের শিরোনাম ‘হাউ ফানি’; কথা লিখেছেন এফ এ প্রীতম। সংগীত পরিচালনা করছেন অজিত সাহিন। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘আমি এখন কলকাতায়; গান রেকর্ডিং করছি। অনেক দিন ধরেই কথা চলছিল, কিন্তু তারিখ ঠিক হচ্ছিল না।’

ভুবন বাদ্যকরের গণমাধ্যমকে জানান, ‘দুই বাংলার দুই ভাইরাল একসঙ্গে হয়েছি। এবার একসঙ্গে দুই বাংলায় এই গান ভাইরাল হবে।’

সম্প্রতি ‘কাঁচা বাদাম’ গান গেয়ে উপমহাদেশজুড়ে ভাইরাল হন বাদামবিক্রেতা ভুবন বাদ্যকর।

পশ্চিমবঙ্গের বীরভূমের কুড়ালঝুরি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকর বাদাম বেচতে বেরিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য নিজেই একটি গান বাঁধেন। এটা নতুন কিছু নয়। পথ চলতে কত ফেরিওয়ালাই তো তাঁর বিক্রি বাড়াতে, ক্রেতাদের আকর্ষিত করতে কত রকম সুরে পসরার কথা জানান। ভুবন বাদ্যকরও ব্যতিক্রম নন।

তিনিও জানতেন না তাঁর সেই বাদাম বিক্রির কৌশলী গান এক সময় দুনিয়া কাঁপাবে। একদিন তিনি যখন বাদাম বেচছেন তখন একজন তাঁর সেই কাঁচা বাদাম গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেন। তারপর তা হু হু করে ছড়িয়ে পড়ে।

কাঁচা বাদাম গানের জন্য ভুবন বাদ্যকর ভুবন বিখ্যাত হয়ে যান। তাঁর গানের রিমিক্সও হয়। তাঁর গান নিয়ে ইন্টারনেটে নাচের চ্যালেঞ্জ শুরু হয়। নামী থেকে অনামী সকলেই তাঁর গানের সঙ্গে নেচে সেই ভিডিও আপলোড করতে থাকেন।

বাংলাদেশের বগুড়ার ছেলে আশরাফুল আলম। সবার কাছে তিনি হিরো আলম নামে পরিচিত। অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে নিয়মিত কাজ করছেন তিনি।