জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী নিজ সংগঠনকে নিয়ে রচিত গানে কণ্ঠ দিয়েছেন। রবিবার (১ সেপ্টেম্বর) গোলাম রাব্বানী তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে গানটির অংশ বিশেষের ভিডিও আপলোড দেন। শুধু এই অংশবিশেষই দেখা হয়েছে ইতোমধ্যে ৬ লাখের ওপরে।
ভিডিওর পোস্ট করে রব্বানী লিখেছেন, ছাত্রলীগের নতুন গান। ‘জয় জয় ছাত্রলীগ, বঙ্গবন্ধুর সৈনিক… জয় জয় ছাত্রলীগ, শেখ হাসিনার সৈনিক।’
গানের এই অংশবিশেষই শেয়ার করা হয়েছে ৬ হাজারের ওপরে। মন্তব্য করা হয়েছে ২ হাজার ৬ ‘শ- এর বেশি। এর অনেক মন্তব্যের উত্তর দিয়েছেন রব্বানী নিজেই।
গানের এইটুকু দেখেই নদী নামে একজন লিখেছেন, ‘ভাই, তোমার এহেন প্রতিভার বিস্ফোরণ দেখিয়া আমি স্তব্ধ, বাকরুদ্ধ, স্তম্ভিত। কি বলবো বুঝতেছি না’। উত্তরে রব্বানী বলেন, ‘পিকচার আভি বাকি হে ডিয়ার সিস… স্টে টিউন।’
জুয়েল নামে একজন লিখেছেন, ‘বহুমুখী প্রতিভার অধিকারী ভাই, হাসু আপার শ্রেষ্ঠ আবিষ্কার মানবিক ছাত্রনেতা প্রিয় অভিভাবক গোলাম রাব্বানী ভাই ভালোবাসি ভাই।’
তৌকির তপু নামে একজন লিখেছেন, ‘ট্রেলারেই এতো চমক! পুরোটা প্রকাশ হলে না জানি আরো কতোটা অবাক হতে হবে!’ আশরাফুল আলম নামে এক ব্যক্তি কমেন্টেসে লেখেন, ‘নিজেদের সংগঠনের গান নিজে গাইছেন, ব্যাপারটা ভাল। তবে অনেক এডিট করা লাগবে সুর। গলা তো আলহামদুলিল্লাহ।’ উত্তরে রাব্বানী লেখেন, ‘এডিট করবো, আশা করি শুনতে মন্দ লাগবে নাহ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।