জুমবাংলা ডেস্ক : ঈদের ছুটি পর সাপ্তাহিক ছুটিও শেষ, এবার কাজে ফেরার পালা। প্রিয়জনের সান্নিধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে রাজধানীমুখী হচ্ছেন কর্মজীবী মানুষ।
আজ শনিবার সকাল থেকেই রাজধানীর অন্যতম বাস টার্মিনাল গাবতলীতে ঢাকা ফেরা মানুষের চাপ দেখা গেছে। বুধবার থেকে সরকারি ও বেসরকারি দপ্তরগুলো খোলা থাকলেও উপস্থিতি ছিল কম। অনেকেই ঐচ্ছিক ছুটি মিলিয়ে নিয়েছেন।
আগামীকাল রোববার পুরোদমে অফিস চলবে। ফলে ঝামেলা এড়াতে অনেকেই গতকাল শুক্রবার থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছেন। তবে গতকালের তুলনায় শনিবার ঢাকায় ফেরা মানুষের চাপ বেশি।
গাবতলী বাস টার্মিনালে সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ি, রংপুর, বগুড়াসহ বিভিন্ন জেলার মানুষের উপচে পড়া ভীড় দেখা গেছে।
জানা গেছে, যাত্রীদের হয়রানি এড়াতে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের পাশাপাশি বাস টার্মিনাল ও মহাসড়কে রয়েছে র্যাবের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্ব পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভিজিলেন্স টিমও।
তবে ঈদের পর রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া কিছুটা বেশি দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন কেউ কেউ। পরিবহনের সংখ্যাও কিছুটা কম।
এদিকে, আগামীকাল থেকে রাজধানীতে আবার কর্মচাঞ্চল্য ফিরে পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, শনিবার এবং আগামীকাল সকাল পর্যন্ত ঢাকায় ফেরা মানুষের চাপ অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।