স্পোর্টস ডেস্ক : মিডফিল্ডার পাবলো পায়েজ গাভিকে ছেড়ে দেবে বার্সেলোনা নাকি তার সঙ্গে চুক্তি নবায়ন করবে – এ নিয়ে জল্পনা চলছিল দীর্ঘদিন।
২০২৩ সালের গ্রীষ্মেই শেষ হয়ে যাবে বর্তমান চুক্তি। তাই বিষয়টি নিয়ে উৎকণ্ঠা বাড়ছিল। অবশেষে গাভির সঙ্গে চুক্তি নবায়নের ইচ্ছার কথাই জানালো কাতালান ক্লাবটি।
শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে বার্সা।
এমন তথ্য দিয়ে ইউরোপীয় দলবদলের নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, পাবলো পায়েজ গাভিকে রেখে দেবে বার্সেলোনা। ইতোমধ্যে দুই পক্ষের কথাও এগিয়েছে অনেকটুকু পথ। গাভির এজেন্ট ইভান দে লা পেনার সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে বার্সা কর্তৃপক্ষের।এই চুক্তি নবায়ন হলে গাভির দাম বেড়ে দাঁড়াবে ১০০ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৯ হাজার চারশত ৬৮ কোটি টাকা!) অর্থাৎ এই বিপুল অর্থ দিয়েই তাকে কিনে নিতে হবে অন্য কোনো দলের। তবে নতুন চুক্তিতে ২০২৬ সাল পর্যন্ত বার্সায় পাকাপোক্ত হবেন গাভি।
এমনটি হলে ফুটবল ইতিহাসে যৌথ-সর্বোচ্চ রিলিজ ক্লজ দিয়ে পুরস্কৃত করা হবে ১৮ বছরের এই মিডফিল্ডারকে।
এর আগে পেদ্রি, রোনাল্ড আরাউজো এবং আনসু ফাতির সঙ্গে সমপরিমাণ রিলিজ ক্লজ দিয়ে চুক্তি করেছিল বার্সা।
রিয়াল মাদ্রিদের আইকন করিম বেনজেমাও এ পরিমাণ অর্থে চুক্তিবদ্ধ হয়েছিলেন।
বার্সেলোনার একাডেমি লা মাসিয়া থেকে মূল দলে উঠে আসা খেলোয়াড় গাভি। গেল মৌসুমে তিনি প্রথমবারের মতো মূল দলে আসেন। সব মিলিয়ে ৫৩ ম্যাচে বার্সেলোনার হয়ে খেলেছেন তিনি। ২ গোলের পাশাপাশি করেছেন ছয়টি অ্যাসিস্ট।
তথ্যসূত্র: বার্সা ইউনিভার্সেল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।