সৌরজগতের মধ্যে কেবল শনি গ্রহের সুস্পষ্ট বলয় রয়েছে। তবে সেই বলয় ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে। তবে আমরা পৃথিবী ধ্বংসের কাছাকাছি চলে এসেছি? ২০১৮ সালে নাসা এক বিশেষ ঘটনার সাক্ষী হয়েছে। নাসা জানিয়েছে যে, শনির অন্যান্য বলয় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।
শনির বলয়কে ধুমকেতু, গ্রহানু ও ভেঙ্গে যাওয়া উপগ্রহের টুকরার মতো মনে হয়। শনির মাধ্যাকর্ষণ শক্তি বেশ প্রবল। নাসা জানিয়েছে যে, গ্রহের শক্তিশালী মধ্যাকর্ষণ টান বলয় থেকে বরফের কণাগুলোকে আশ্চর্যজনকভাবে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে।
আসলে বলয়গুলি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। নাসার তথ্য অনুযায়ী শনি গ্রহে প্রতি সেকেন্ডে ১০ হাজার কিলোগ্রাম বলয় বৃষ্টিপাত হচ্ছে। এটি কিছুক্ষণের মধ্যে একটি বড় সুইমিংপুল ভর্তি করার জন্য যথেষ্ট। গত কয়েক বছরে বলয় বৃষ্টিপাতের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে।
তবে কেন এমনটা হচ্ছে এর একেবারে সঠিক উত্তর বিজ্ঞানীদের কাছেও নেই। তবে জানা গেছে যে, শনির বলয় একেবারে অদৃশ্য হয়ে যেতে আরো কয়েকজন সময় লেগে যাবে। তবে পৃথিবী থেকে শনির বলয় দেখা যাবে আর মাত্র কয়েক বছর।
নাসার দাবি অনুযায়ী, ২০২৫ সালের দিকে পৃথিবী থেকে শনির বলায় সহজে দেখা যাবে না। কারণ ওই সময় পৃথিবীর সাথে বিশেষ কৌণিক অবস্থানে শনি গ্রহের অবস্থান থাকবে। এর ফলে এ বলয় দেখা কঠিন হয়ে যাবে।
বর্তমানে এ বলয় এমন কৌণিক অবস্থানে রয়েছে যা পৃথিবী থেকে পরিষ্কার দেখা সম্ভব। তবে প্রশ্ন হচ্ছে শনির বলয় সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যেতে কত বছর সময় লাগবে? এটি সম্পূর্ণ বিলুপ্ত হতে প্রায় ১০ কোটি বছর সময় লাগবে। তবে শনি এখন বৃদ্ধ হিসেবে বিবেচনা করা যেতে পারে। এর জন্ম সাড়ে ৪০০ কোটি বছর আগে। সে হিসেবে বলয় ধীরে ধীরে হারিয়ে যেতে আর বেশিদিন সময় বাকি নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।