আন্তর্জাতিক ডেস্ক : জ্বরের কারণে রান্না করতে অস্বীকৃতি জানানোয় স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দিলেন তার স্বামী। অমানবিক এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার বেলুড়ে।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের খবরে বলা হয়, গত ২৭ অগস্ট রুমকি মুখোপাধ্যায় নামে ওই গৃহবধূর জ্বর আসে। প্রচণ্ড জ্বর নিয়ে তিনি তার স্বামী দিব্যেন্দু মুখোপাধ্যায়কে জানান, শরীর খারাপের কারণে তার পক্ষে রান্না করা সম্ভব না। আর এ কথা শুনে তেলে-বেগুনে জ্বলে ওঠেন দিব্যেন্দু। বিষয়টি নিয়ে তাদের মাঝে ঝগড়া চরমে উঠলে রুমকির গায়ে কেরোসিন তেল ঢেলে জ্বালিয়ে দেন দিব্যেন্দু।
স্বামীর দেওয়া আগুনে রুমকির শরীরের অনেকটাই পুড়ে গেছে। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাকে কলকাতায় আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, নয় বছর আগে বিয়ে হয়েছিল রুমকি এবং দিব্যেন্দুর। কিন্তু বিয়ের পর থেকেই তাদের সংসারে ঝগড়া-বিবাদ লেগেই থাকত।
রুমকির পরিবার সূত্রে জানা গেছে, বিয়ের এক বছর পর দিব্যেন্দু-রুমকি দম্পতির একটি পুত্র সন্তান হয়। ওই শিশুটি প্রতিবন্ধী হওয়ায় রুমকিকে প্রায়শই লাঞ্ছিত করতেন দিব্যেন্দু। দিনদিন তা ক্রমেই বাড়তে থাকে।
হাওড়ার বালি থানায় অভিযোগ জানাতে গিয়েছিল রুমকির পরিবার। তাদের অভিযোগ, বালি থানা তাদের অভিযোগপত্র নেয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।