আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরাইলি হামলা বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দেওয়ার জন্য আধিপত্যবাদী শক্তিগুলোর পদক্ষেপের নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
বৃহস্পতিবার তেহরানে ইরানি মেডিকেল সোসাইটির এক সম্মেলনে রাইসি বলেন, গাজার জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের অপরাধ ও হামলা বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ওয়াশিংটনের ভেটো দেওয়া ফিলিস্তিনি জনগণ ও মানবতার প্রতি নিষ্ঠুরতা বাড়ানোর শামিল।
রাইসি গাজায় চলমান ট্র্যাজেডিকে যুক্তরাষ্ট্র, ইহুদিবাদী সরকার এবং তাদের পৃষ্ঠপোষকদের দ্বারা সংঘটিত ‘গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে নিন্দা করেছেন।
বুধবার মানবিক দৃষ্টিকোণ থেকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে এ খসড়া প্রস্তাব উত্থাপন করেছিল ব্রাজিল। এতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ১৫ সদস্যের মধ্যে ১২ সদস্যই এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে একমাত্র ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে রাশিয়া ও যুক্তরাজ্য এই প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল।
জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড ভোটের পর পরিষদকে বলেন, আমরা কূটনৈতিকভাবে অনেক কাজ করি। আমাদেরকে আমাদের মতো কাজ করতে দেওয়া উচিত।
৭ অক্টোবরে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের আজ ১২তম দিন। এ সংঘাতে এ পর্যন্ত তিন হাজার ৭৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৯৪০ শিশু এবং ১ হাজার ৩২ নারী আছেন। অন্তত ১২ হাজার মানুষ আহত হয়েছেন।
অপরদিকে হামাসের হামলায় অন্তত এক হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন। চার হাজার ৪০০ জনের বেশি আহত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।