বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গুগলের সম্মেলনের একটি আকর্ষণীয় ঘটনা। সুন্দার পিচাই এক নারীর ছবি দেখালেন। নারীর ছবি একটি ঝরনার পাশে হুবহু বসিয়ে দেওয়া হলো। তারপর এক ট্যাপেই পেছনের মেঘাচ্ছন্ন আকাশ ফকফকে করে ফেলা হলো। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে এত সহজেই একটা নকল ছবি বানিয়ে নেওয়ার কথা কদিন আগেও কেউ ভাবতে পারতো না। গুগল ম্যাজিক এডিটর দিয়ে কিন্তু তা সহজেই করে ফেলা গেছে।
বিগত কয়েক বছর ধরেই গুগল এমন একটা টুলের কথা ভাবছিল। এমনিতে তাদের ম্যাজিক ইরেজার ফিচারটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই টুল দিয়ে যেকোনো ছবির পেছনের কিছু জিনিস সরিয়ে ফেলা যায়। এভাবে ফটো এডিটিং করা গেলে অনেক কিছুই সহজ হয়ে যাবে।
ম্যাজিক এডিটর এর উন্নত সংস্করণ। তবে এই টুলের সীমাবদ্ধতা নেই তা নয়। এখনো এই টুলের কোনো রিলিজ ডেট ঘোষণা করা হয়নি। আর রিলিজ ডেট না পাওয়ায় অপেক্ষার প্রহর বাড়ছে। গুগল মূলত ট্যাপ অ্যান্ড ড্র্যাগের মাধ্যমে ফটো এডিটিং সহজ করে তুলতে চাচ্ছে। কোনো অ্যাডভান্স টুল ছাড়াই ফটো এডিটিং এর কাজ করা যাবে। যে কাজগুলো আগে এডোব ইলাস্ট্রেটর বা ফটোশপে করতে হতো তা এখন ম্যাজিক এডিটর দিয়ে করা যাবে।
ক্লোন স্ট্যাম্পিং টুল, স্পট হিলিং ব্রাশ এমন আরও অনেক নতুন ফিচার সংযুক্ত হলে ছবি সহজেই এডিট করা যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে এভাবে ছবি এডিটের সুবিধা ভবিষ্যতে আরও জনপ্রিয় হবে। তবে গুগল এসবকিছুই দিচ্ছে বিনামূল্যে। বিনামূল্যে এই সুবিধা দেওয়াই গুগলকে এগিয়ে রাখবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।