Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : বাড়ি-জমি তো রয়েছেই। বাড়তি ‘লাভ’, কাশ্মীরের ‘ফর্সা মেয়ে।’ সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর একাধিক বিজেপি নেতার মুখে শোনা গেছে এই কথাই।
জম্মু-কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের ‘সুফল’ বোঝাতে গিয়ে বিভিন্ন জনসভায় এভাবেই বিয়ের টোপ দিয়েছেন বিজেপি নেতারা। সেই তালিকায় রয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী থেকে উত্তরপ্রদেশের বিজেপির বিধায়কও।
৩৭০ ধারা বাতিল পর্ব শুরু হওয়ার পরই কাশ্মীর নিয়ে ধারণা বদলাচ্ছে দেশজুড়ে। এর হাওয়া লেগেছে গুগল সার্চের ধারাতেও। গুগলে ক্রমশই বাড়ছে ‘ম্যারি কাশ্মীরি গার্ল’ সার্চ।
সার্চের গণজোয়ারে এতদিন শীর্ষে ছিল দিল্লি। তবে রাজধানীকে টপকে সবচেয়ে বেশি ‘ম্যারি কাশ্মীরি গার্ল’ সার্চ করছে পশ্চিমবঙ্গ।
দ্বিতীয় স্থানে দিল্লি এবং তৃতীয় স্থানে রয়েছে তেলেঙ্গানা। চতুর্থ স্থানে কর্নাটক এবং পঞ্চমে রয়েছে মহারাষ্ট্র।