গুগল নতুন নিরাপত্তা ফিচার আনল। ব্যবহারকারীরা এখন বন্ধু বা পরিবারের সদস্যের সাহায্যে অ্যাকাউন্ট রিকভারি করতে পারবেন। গুগল অ্যাকাউন্ট লক হওয়ার সমস্যার সমাধান করতে এই সিস্টেম চালু করেছে। এটি বিশ্বজুড়ে ধাপে ধাপে চালু হচ্ছে।
নতুন ‘রিকভারি কন্টাক্ট’ ফিচারটি গুগল অ্যাকাউন্ট সেটিংস থেকে সক্রিয় করা যাবে। ব্যবহারকারী নির্ভরযোগ্য ব্যক্তিকে নির্বাচন করে ইনভাইট পাঠাবেন। তারা এক্সেপ্ট করলে অ্যাকাউন্ট রিকভারির সুযোগ পাবেন।
কিভাবে কাজ করে গুগলের নতুন সিস্টেম
গুগল অ্যাকাউন্ট হ্যাক বা লক হলে বন্ধু ভেরিফিকেশন করবে। ব্যবহারকারী তার মোবাইল নাম্বার দিয়েও সাইন ইন করতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোনের জন্য ‘সাইন ইন উইথ মোবাইল নাম্বার’ ফিচার আসছে।
রিকভারি কন্টাক্ট নির্বাচন করতে গুগল অ্যাকাউন্টে যান। সিকিউরিটি সেকশনে গিয়ে ট্রাস্টেড কন্টাক্ট যোগ করুন। তারা এক্সেপ্ট করলে আপনার অ্যাকাউন্ট পুনরুদ্ধারে সাহায্য করতে পারবে।
কেন গুরুত্বপূর্ণ এই ফিচার
বিশ্বজুড়ে গুগল অ্যাকাউন্ট হ্যাকিং বাড়ছে। অনেক ব্যবহারকারী অ্যাকাউন্ট রিকভারি করতে হিমশিম খান। গুগলের এই উদ্যোগ ব্যবহারকারীদের জন্য বড় সুখবর। এটি অ্যাকাউন্ট নিরাপত্তা বাড়াবে।
নতুন ফিচার দুটি ধীরে ধীরে সব দেশে পাওয়া যাবে। গুগল এবং জিমেইল অ্যাপ আপডেট রাখুন। তাহলে নতুন সিকিউরিটি সেটিংস পাবেন। গুগল অ্যাকাউন্ট রিকভারি এখন সহজ হবে।
জেনে রাখুন-
গুগল অ্যাকাউন্ট রিকভারি কি?
গুগলের নতুন সিস্টেমে বন্ধু বা পরিবারের সদস্য ভেরিফিকেশন করে অ্যাকাউন্ট ফেরত দিতে পারবে।
রিকভারি কন্টাক্ট কিভাবে সেট করব?
গুগল অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে সিকিউরিটি অপশনে ট্রাস্টেড কন্টাক্ট যোগ করুন।
মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন কি?
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা লিঙ্কড মোবাইল নাম্বার ও পুরানো ফোনের লক-স্ক্রিন পাসকোড দিয়ে সাইন ইন করতে পারবেন।
ফিচারগুলো কখন পাওয়া যাবে?
গুগল ধীরে ধীরে বিশ্বজুড়ে ফিচারগুলো রোল আউট করছে। কিছুদিনের মধ্যে সবাই পাবেন।
এটি কতটা নিরাপদ?
গুগল দাবি করেছে এটি সহজ এবং নিরাপদ সিস্টেম। শুধুমাত্র ট্রাস্টেড কন্টাক্টই ভেরিফাই করতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।