বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গুগল অ্যাসিস্ট্যান্ট বাই ডিফল্ট প্রতিটি অ্যান্ড্রয়েড ফোনে থাকে। এর অনেক সুবিধা রয়েছে। কিন্তু অনেকেরই এই ফিচারটি পছন্দ না। অনেক সময় ফোন স্লো হয়ে যায়। আবার অনেক সময় আপনার ডাটা চুরির ভয় থাকে। অ্যাসিস্ট্যান্ট অনেকেরই কাজে আসে না। উলটো হুটহাট অ্যাসিস্ট্যান্ট অন হয়ে অনেক কাজে ব্যাঘাত ঘটায়। এমন যদি হয়ে থাকে তাহলে কিভাবে গুগল অ্যাসিস্ট্যান্ট বন্ধ করবেন? এটুকু নিশ্চিত গুগল অ্যাসিস্ট্যান্ট আনিন্সটল করা সম্ভব না। স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, শাওমি, রেডমি ফোনে সচরাচর বন্ধ করার একটি উপায় থাকেই।
প্রথম ধাপ: গুগল অ্যাপ খুঁজুন
প্রথমেই আপনাকে গুগল অ্যাপ খুঁজতে হবে। সেজন্য গুগল অ্যাপে আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করুন। প্রোফাইল পিকচারটি গুগল অ্যাপের কোনার দিকে আছে। সেখান থেকে ক্লিক করুন Settings অপশনে। সেটিংস থেকে Google Assistant Option এ যান।
দ্বিতীয় ধাপ: জেনারেল মেনু
গুগল অ্যাসিস্ট্যান্ট মেনুতে যাওয়ার পর আপনাকে General সেটিংস এ ক্লিক করতে হবে। এটি মূলত ‘All Settings’ সাবমেনুতে পাবেন। জেনারেল পেজে যাওয়ার পর টগল বন্ধ করে দিন। ওখান থেকে গুগল অ্যাসিস্ট্যান্ট ‘Disable’ করে দিন।
ধাপ ৩: অ্যাসিস্ট্যান্ট হিস্টোরি ক্লিয়ার করুন
গুগল অ্যাসিস্ট্যান্ট ডিজ্যাবল করলে আপনি হিস্টোরিও ক্লিয়ার করতে পারবেন। সেজন্য আপনাকে যেতে হবে myactivity.google.com. একবার অ্যাসিস্ট্যান্ট ডিজ্যাবল করলে অ্যাম্বিয়েন্ট মোড বা স্ন্যাপশট আর আপনি ব্যবহার করতে পারবেন না। এমনকি ভয়েস সার্চও করতে পারবেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।