২০২৩ সালে গুগল একটির পরিবর্তে দুইটি এন্ড্রয়েড ট্যাবলেট মার্কেটে রিলিজ করার প্রস্তুতি নিচ্ছে। আগ্রহী প্রযুক্তিপ্রেমীরা জানতে চাচ্ছে যে, কেনো গুগল পিক্সেল সিরিজের ট্যাবলেট তৈরিতে এত মনোযোগী হচ্ছে। অনেকদিন ধরেই গুগল ভালো কোয়ালিটির আইপ্যাড তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বৈশ্বিক মার্কেটে অ্যাপলের আইপ্যাডের চাহিদা অনেক বেশি। গুগল সহ অন্যান্য ট্যাবলেট নির্মাতারা এক দশকের বেশি সময় ধরে চেষ্টা করেছে এন্ড্রয়েড ট্যাবলেটকে অ্যাপেলের আইপ্যাডের মতো করে নির্মাণ করার জন্য।
সেসব অ্যান্ড্রয়েড ট্যাবলেট যেন অ্যাপেলের আইপ্যাডের মত উন্নতি কোয়ালিটির হয় সে দিকটি বিবেচনা করা হচ্ছে। গুগল অবশ্যই দীর্ঘদিন ধরে এন্ড্রয়েড ট্যাবলেট মার্কেটের বাইরে অবস্থান করছে।
ক্রোম অপারেটিং সিস্টেম যেনো সেরা ট্যাবলেট অপারেটিং সিস্টেম হতে পারে সেজন্য google যথেষ্ট চেষ্টা করেছে। ক্রোমবুকগুলি সব ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন চালাতে সক্ষম। এখানে কিবোর্ড ও মাউস সংযুক্ত করে দিলে ডেক্সটপ চালানোর মতো অভিজ্ঞতা পাওয়া যায়।
তবে পিক্সেল Slate 2018 ট্যাবলেটে অনেক ফিচারের ঘাটতি ছিল। গবেষণার মাধ্যমে গুগল বোঝার চেষ্টা করছে যে বর্তমান সময়ে মানুষ ট্যাবলেটকে কীভাবে দেখে এবং দৈনন্দিন জীবনে কীভাবে এটি ব্যবহার করা হয়।
সাম্প্রতিক সময়ে গুগল অ্যান্ড্রয়েড ট্যাবলেট নিয়ে নতুন ধারণা নিয়ে এসেছে এবং অ্যান্ড্রয়েড ট্যাবলেট যেনো মার্কেটে অ্যাপলের আইপ্যাডের মত জনপ্রিয়তা পায় সে চেষ্টা করছে।
স্মার্ট ডিসপ্লে সহ বেশ কিছু ফিচার নিয়ে আসার মাধ্যমে অ্যান্ড্রয়েড ট্যাবলেট জনপ্রিয় হয়ে উঠবে বলে আশাবাদী গুগল। গুগলের নতুন পিক্সেল ট্যাবলেটে ইউনিভার্স ইনিশিয়েটিভ স্টাইলাস পেন ব্যবহার করা সম্ভব হবে। এ ফিচার নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে।
গুগলের অপারেটিং সিস্টেমে যেনো কি-বোর্ড ফ্রেন্ডলি হয়ে উঠতে পারে সেটিকে নজর দেওয়া হচ্ছে। ডেক্সটপ মোড ফিচারটি গুরুত্ব পাবে বলে মনে হচ্ছে। কাস্টমাররা যেন উন্নত মানের প্রোডাক্টিভিটি অভিজ্ঞতা অর্জন করতে পারে সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।