ইন্টারনেট ব্যবহার করে না এমন মানুষ খুব কমই আছে। বর্তমান যুগে সবার কাছে প্রায় একটি স্মার্ট ফোন অথবা একটি কম্পিউটার আছে। এই কম্পিউটার ব্রাউজিংয়ের জন্য জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। অনেকই তাদের নিত্যদিনের কাজের জন্য ব্রাউজারটি ব্যবহার করে একই ওয়েবসাইটে প্রতিদিন প্রবেশ করে থাকে। তাই আমাদের উচিত গুগল ক্রোমে ওয়েবসাইটগুলো সেট করা।
চলুন জেনে নেয়া যাক গুগল ক্রোমে ওয়েবসাইটগুলো খুব সহজেই সেট করার সহজ নিয়ম। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
কম্পিউটার থেকে গুগল ক্রোম ওয়েবসাইটে প্রবেশ করুন।
ডান দিকের ওপরে তিন ডটে ক্লিক করে একটি মেনু চালু করুন।
মেনু থেকে সেটিংস অপশনে প্রবেশ করুন।
বাম পাশের প্যানেল থেকে ‘অন স্টার্ট আপ’ অপশনটিতে ক্লিক করুন।
এরপর বামপাশের ‘ওপেন এ স্পেসিফিক পেজ ওর সেট অব পেজেস’ অপশনটি নির্বাচন করুন।
এর নিচের দিকে ‘ওপেন এ নিউ পেজ’ অপশনে ক্লিক করুন।
এরপর পছন্দের ওয়েবসাইটের ইউআরএল পেস্ট করুন।
‘এড’ অপশনে ক্লিক করুন।
এভাবে ওয়েবসাইট সেট করলে ক্রোম ব্রাউজার খুললেই পছন্দের ওয়েবসাইটগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।