গুগল ক্রোম ব্রাউজারে নতুন লোগো

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বছরের শুরুতেই ক্রোম ব্রাউজারের লোগোয় পরিবর্তন আনলো গুগল। প্রায় আট বছর পর ক্রোম ব্রাউজারের লোগোয় পরিবর্তন এনেছে গুগল। গুগলের আধুনিক ব্র্যান্ড এক্সপ্রেশনের অংশ হিসেবে ডিজাইনটি আরো সাধারণভাবে উপস্থাপন করা হয়েছে। শিগগিরই সব ডিভাইসে নতুন ডিজাইনটি চালু করা হবে।

নতুন ডিজাইনে বিশেষ কোনো পরিবর্তন আনা হয়নি। আগের মতোই লাল, নীল, সবুজ ও হলুদ রঙ ব্যবহার করা হয়েছে। স্যাচুরেশন কিছুটা বাড়ানো হয়েছে এবং শ্যাডো কমানো হয়েছে। তবে বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য লোগোয় ভিন্নতা যুক্ত করা হয়েছে।

২০১৪ সালের পর প্রথমবারের মতো লোগো পরিবর্তন করেছে গুগল ক্রোম। তবে লোগোটির পরিবর্তন এতো সুক্ষ্ম যে মনোযোগ দিয়ে খেয়াল না করলে ধরা যায় না। গতকাল রবিবার গুগল ক্রোমের লোগো ডিজাইনার এলভিন হু এক টুইটে গুগল ক্রোমের লোগো পরিবর্তনের কথা জানিয়েছেন।

খেয়াল করলে বোঝা যাবে গুগল ক্রোমের লোগোতে যে ৩টি রঙ ও মাঝখানের নীল রঙয়ের বৃত্তটি রয়েছে সেটি আগের তুলনায় এখন আরও উজ্জ্বল। এছাড়া আগের লোগোতে যে শ্যাডো এফেক্টের ব্যবহার ছিল নতুন লোগোতে সেই শ্যাডো সরিয়ে ফেলা হয়েছে।

বিশ্বের টেক জায়েন্টের অন্যতম গুগল ২০০৮ সালে ইন্টারনেট ব্রাউজার ক্রোম নিয়ে আসে। তখন থেকেই লোগোর ডিজাইন ও প্রধান বিষয়গুলো অপরিবর্তিত রয়েছে। ২০১১ ও ২০১৪ সালে কিছু বদল ঘটলেও মূল রূপ একই থাকে।

এলভিন হু টুইটে বলেন, ‘আমরা ব্র্যান্ড আইকন থেকে শ্যাডো সরিয়ে এমন ভাবে আইকনে ব্যবহৃত তিনটি রং আরও উজ্জ্বল করেছি যাতে এটা গুগলের অত্যাধুনিক অভিব্যক্তির সঙ্গে মানানসই হয়।’

ক্রোম ব্রাউজারে নতুন সুবিধা, তৈরি করা যাবে কিউআর কোড