অনেক দিন ধরেই জোর গুঞ্জন শোনা যাচ্ছিল গুগল তাদের নিজস্ব স্মার্টওয়াচ নিয়ে আসতেছে। অবশেষে গুগলের অভ্যন্তরীণ খবর অনুযায়ী আগামী বছর গুগল সত্যিই নিজস্ব ব্র্যান্ডের স্মার্টওয়াচ বাজারে নিয়ে আসতে যাচ্ছে । তথ্য: এনগ্যাজেট।
পিক্সেল ওয়াচ নাম নিয়ে আলোচনা চললেও সূত্রানুযায়ী স্মার্টওয়াচটির কোডনেম হবে রোহান। ফ্রেমবিহীন ওয়্যার অপারেটিং সিস্টেম পরিচালিত ডিভাইসটির ডিসপ্লে গোলাকার হবে। বিশেষজ্ঞরা বলছেন, রোহান বাজারে আনা হলে স্যামসাংয়ের গ্যালাক্সি ফোর স্মার্টওয়াচ প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে যাবে।
অন্যান্য সাধারণ স্মার্টওয়াচের মতো হার্ট রেট সেন্সর ও স্বাভাবিক ব্যাটারি ক্ষমতাসম্পন্ন হবে রোহান। সূত্রমতে, প্রচলিত রিস্ট ব্যান্ডের বদলে এ স্মার্টওয়াচে গুগল নামাঙ্কিত স্ট্র্যাপ থাকবে। এছাড়া নাইটলাইট নামে ফিটবিটের মতো ফিচার থাকবে স্মার্টওয়াচটিতে। দ্য ভার্জের তথ্যানুযায়ী, ফিটবিটের থেকে তুলনামূলক বেশি দাম হবে রোহানের। গুগলের নতুন স্মার্টওয়াচটি অ্যাপল ওয়াচের বড় প্রতিযোগী হিসেবে আবির্ভূত হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
গ্যাজেটপ্রেমীদের কাছে এখনো অ্যাপলের স্মার্টওয়াচ বেশ জনপ্রিয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গুগলের অফিশিয়াল স্মার্টওয়াচটি কোনো নতুন মাত্রা যোগ না করলেও নিঃসন্দেহে বাজারের অন্যান্য নির্মাতা প্রতিষ্ঠানের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.