মানুষ গুগলকে অধিকাংশ ক্ষেত্রে সার্চ ইঞ্জিন হিসেবেই জেনে থাকে। তবে গুগলের সার্ভিস শুধু এখানেই সীমাবদ্ধ নয়। সার্চ ইঞ্জিনে প্রতিদিন কয়েক বিলিয়নের উপরে সার্চ রিকোয়েস্ট হ্যান্ডেল করে থাকে গুগল। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবকে অপারেট করে গুগল।
পাশাপাশি গুগল ব্যবহারকারীদের এন্ড্রয়েড প্লে স্টোর সার্ভিস দিয়ে থাকে। তারা প্রায় ৪০ লক্ষের উপর অ্যাপ্লিকেশন ব্যবহারকারীদের সরবরাহ করছে। বিভিন্ন দেশে সার্চ ইঞ্জিন হিসেবে মূলত গুগলকেই ব্যবহার করা হয়।
গুগলের বিশালতা হয়তো আমাদের পক্ষে কল্পনা করা সম্ভব নয়। গুগলের প্রথম নিজস্ব অফিস চালু হয় ক্যালিফোর্নিয়াতে। ১৯৯৯ সালের পর থেকে গুগলের চাহিদা বাড়তে থাকে এবং মার্কেট বড় হতে থাকে।
অনলাইন ড্রাইভ, গুগল ডক, গুগল শিট, ক্যালেন্ডার, ই-মেইল, ট্রান্সলেট, ইউটিউব, ম্যাপ, স্লাইড, ফর্মস ইত্যাদি নানা গুরুত্বপূর্ণ সার্ভিস গুগল এর মাধ্যমে আমরা পেয়ে আসতেছি।
ইন্টারনেট, ক্লাউড কম্পিউটিং, সফটওয়্যার ও হার্ডওয়ার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেক্টরে গুগল ভালোভাবে ব্যবসা করে আসছে। গুগল বুকস, গুগল পেটেন্টস, গুগল স্কলার, গুগল এলার্টস, গুগল অ্যাসিস্ট্যান্ট এর মত ফিচার উপভোগ করছে ব্যবহারকারীরা।
২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত গুগল প্রায় ২০০টি কোম্পানি নিজের অধীনে নিয়ে আসে। গুগল প্রায় ১২.৫ বিলিয়ন মার্কিন ডলার খরচ করে মটোরোলা কোম্পানি আয়ত্ত করে নিতে সক্ষম হয়।
ড্রাইভার বিহীন গাড়ি নিয়ে কাজ করছে গুগল। তাদেরে প্রজেক্ট আমেরিকার আরিজোনাতে শুরু হলেও বর্তমানে পুরো মার্কিন যুক্তরাষ্ট্র জুড়েই তারা সফলভাবে এ প্রজেক্ট এর কাজ চালিয়ে যাচ্ছে।
গুগলের স্মার্টফোন বর্তমানে মার্কেটে বেশ জনপ্রিয়। তাদের নিজস্ব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ রয়েছে। নেট ইনকামের দিক থেকে আমাজনকে ছাড়িয়ে গিয়েছে গুগল।
অনেক দেশের আর্থিক অবস্থা সঙ্গে গুগলকে তুলনা করলে গুগল নিঃসন্দেহে জয়ী হবে। পাকিস্তান এবং মিয়ানমারের ফরেন রিজার্ভ বা জিডিপির সঙ্গে তুলনা করলে গুগল তাদের থেকে অনেক এগিয়ে আছে।
গুগলের স্পিকার, হোম ইকোসিস্টেম মার্কেটে বেশি জনপ্রিয়। পুরো বিশ্বজুড়ে গুগলের নারী কর্মীর সংখ্যাও কম নয়। গুগলের একজন কর্মীর গড় বেতন হচ্ছে ১ লক্ষ ২৭ হাজার ডলারের মত। কাজেই আপনি যদি গুগলকে শুধু সার্চ ইঞ্জিন সিস্টেম হিসেবে ভেবে থাকেন তাহলে তা ভুল হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।