গুগল বিকল্প পেমেন্ট পদ্ধতি ব্যবহারের সুবিধা দেবে

গুগল বিকল্প পেমেন্ট পদ্ধতি ব্যবহারের সুবিধা দেবে

আগামী মাস থেকে দক্ষিণ কোরিয়ায় অ্যাপ স্টোরে পেমেন্ট প্রদানে গুগল বিকল্প পদ্ধতি ব্যবহারের সুবিধা দেবে । নতুন আইন অনুযায়ী, নিজস্ব পেমেন্ট পদ্ধতি ব্যবহারে গ্রাহকদের ওপর প্রতিষ্ঠানগুলোর চাপ প্রয়োগ বন্ধে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। খবর আইএএনএস।

গুগল প্লের পলিসির সর্বশেষ আপডেট অনুযায়ী, এখন থেকে ডেভেলপাররা দক্ষিণ কোরিয়ায় গুগলের নিজস্ব প্লের ইন-অ্যাপ পেমেন্ট সিস্টেমের পাশাপাশি মোবাইল ও ট্যাবলেট ব্যবহারকারীদের কাছ থেকে অন্যান্য পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করবেন।

গুগল বিকল্প পেমেন্ট পদ্ধতি ব্যবহারের সুবিধা দেবেনতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ১৮ ডিসেম্বর থেকে । ফলে স্থানীয় অ্যাপ ডেভেলপাররা গুগল প্লে-স্টোরের পেমেন্ট পদ্ধতির পাশাপাশি থার্ড পার্টি পদ্ধতি নির্বাচন করতে পারবেন। গত সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ায় পেমেন্ট পদ্ধতির বিষয়ে নতুন আইন কার্যকর হয়েছে। আইনে গুগল, অ্যাপলের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠান অ্যাপ-স্টোরে কেনাকাটার ক্ষেত্রে নিজস্ব পদ্ধতি ব্যবহারে যে বাধ্যবাধকতা নির্ধারণ করেছিল, সেটিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

কোরিয়ান মিডিয়ার তথ্যানুযায়ী, বিশ্বের প্রযুক্তি জায়ান্টদের ইন-অ্যাপ পেমেন্ট পদ্ধতিতে লাগাম টানার দিক থেকে দক্ষিণ কোরিয়াই প্রথম উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্বের বিভিন্ন দেশে পেমেন্ট পদ্ধতি নিয়ে দীর্ঘদিন থেকে সমালোচনা চলছিল। অ্যাপ ব্যবহারের মাধ্যমে গ্রাহক কোনো কিছু কিনলে সেই লেনদেন থেকে ৩০ শতাংশ পর্যন্ত ফি কেটে রাখে। এক্ষেত্রে ডেভেলপারদের নিজস্ব পেমেন্ট পদ্ধতি ব্যবহারে বাধ্য করত গুগল।

গুগল ও অ্যাপলের কোটি ডলার জরিমানা