গুগল ম্যাপসে এআই ফিচার, নতুন যে অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : এআই ট্রেন্ড অনুসরণে ব্যস্ত প্রযুক্তি বিশ্ব। চারিদিকে শুধুই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জয়জয়কার। অন্যান্য টেক জায়ান্টদের মতো বড় অঙ্কের অর্থ নিয়েই এআই প্রযুক্তির উৎকর্ষতা সাধনে মাঠে নেমেছে গুগলও। ইতোমধ্যেই এআই-ভিত্তিক পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ‘জেমিনি’ নিয়ে এসেছে এই সার্চ ইঞ্জিন জায়ান্ট। সম্প্রতি তাঁদের জনপ্রিয় সার্ভিস গুগল ম্যাপসেও দারুন কিছু এআই ফিচার যুক্ত করেছে গুগল।

গতকাল অনুষ্ঠিত হয়েছে চলতি বছরের ‘গুগল ফর ইন্ডিয়া’ ইভেন্টটি যেখানে ভারতের ব্যবহারকারীদের জন্য গুগল ম্যাপসে বেশ কিছু এআই ফিচার নিয়ে আসার কথা জানিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি। এর ফলে গুগল ম্যাপসে সার্চ অনুযায়ী রিভিউ বিশ্লেষণ করে সামারি তৈরি করা, আবহাওয়ার অ্যালার্ট দেয়া এবং সার্চ রেজাল্টে ছবিকে প্রাধান্য দেয়াসহ ব্যবহারকারীদের বেশ কিছু নতুন অভিজ্ঞতা প্রদান করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশে এলো Oppo A3, দাম কত?

গুগল ম্যাপস ব্যবহার করে নির্দিষ্ট একটি অঞ্চলে হোটেল-রেস্টুরেন্ট, পিকনিক স্পটের মতো বিভিন্ন সার্ভিস নিয়ে সার্চ করলে এআই এবার থেকে ইউজার-জেনারেটেড রিভিউ বিশ্লেষণ করে রেজাল্ট প্রস্তুত করে দিবে। পাশাপাশি গুগল ম্যাপসের সার্চ রেজাল্টে এখন থেকে ছবি প্রদর্শনকে (ইমেজ-ফার্স্ট) প্রাধান্য দেয়া হবে।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ