নেভিগেশন এর জন্য গুগল ম্যাপ জনপ্রিয় অ্যাপ্লিকেশন। কেউ যদি রাস্তা খুঁজে না পায় তাহলে গুগল ম্যাপ একটি নির্ভরযোগ্য সোর্স হিসেবে কাজ করে। গুগল ম্যাপে অনেক এক্সক্লুসিভ ফিচার রয়েছে যা অনেকেই জানে না। আজ এসব ফিচার নিয়ে আলোচনা করা হবে।
এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় যদি আপনাকে মাঝপথে থামতে হয় তাহলে গুগল ম্যাপ এ সেটি চিহ্নিত করা সম্ভব হবে। আপনি সে জায়গায় উপস্থিত হলে গুগল ম্যাপ আপনাকে সাথে সাথে জানাবে।
আপনি যদি দূরে কোথাও যান তাহলে মাঝখানে কত টাকা টোল প্রদান করতে হবে সেটি গুগল ম্যাপ আপনাকে জানিয়ে দেবে। গুগলের প্লাস কোড অপশনের মাধ্যমে আপনার লোকেশন পরিচিত যে কারো সাথে শেয়ার করতে পারবেন।
এ ফিচারের সুবিধা হচ্ছে তাহলে আপনাকে পুরো ঠিকানা পাঠানোর প্রয়োজন হবে না। আপনার লোকেশন থেকে পৃথিবীর যেকোনো জায়গা পর্যন্ত ঠিক কত দূরত্ব তা নির্ণয় করা যাবে গুগল ম্যাপ থেকেই।
মেট্রো, সাবওয়ে, পাবলিক ট্রান্সপোর্ট এর অপশন থাকলে তার সবকয়টি এখন গুগল ম্যাপের মাধ্যমে জানতে পারবেন। আপনি আপনার পছন্দমত যে কোন অপশন নির্বাচন করতে পারবেন।
আপনি গাড়ি পার্ক করে দূরে কোথাও চলে গেল সমস্যা নেই। গুগল ম্যাপ ওই পার্কিং লোকেশন সেভ করে রাখবে। আপনি পার্কিং লোকেশন খুজে না পেলে গুগল ম্যাপের সাহায্য নিতে পারবেন।
বাসা থেকে বের হওয়ার আগে রাস্তার ট্রাফিক কন্ডিশন জেনে নিন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এরপর কোন রাস্তা দিয়ে গেলে আপনি সময় অনুযায়ী নির্ধারিত জায়গায় পৌঁছাতে পারবেন তা সিদ্ধান্ত নিন।
আপনি কোথায় যাচ্ছেন সেটা গুগল জানবে না। এ ধরনের ফিচার উপভোগ করা সম্ভব। গুগল ম্যাপে মিউজিক স্ট্রিমিং সার্ভিস যোগ করা সম্ভব। এর ফলে দারুন গান উপভোগ করতে পারবেন।
যাত্রাপথে নির্দিষ্ট রেস্টুরেন্টে এ খেতে চাইলে গুগল ম্যাপের মাধ্যমে তার নাম ও লোকেশন জানা সম্ভব। কোন নির্দিষ্ট জায়গায় ভবিষ্যতে যেতে চাইলে গুগল ম্যাপে Wishlist হিসেবে সেভ করে রাখা সম্ভব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।