গাজীপুর প্রতিনিধি: গুজব ও গণপিটুনি প্রতিরোধে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন গাজীপুরের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া।
বুধবার (২৪ জুলাই) সকাল থেকে শুরু হয় এ মতবিনিময়। শুরুতে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন থানার অফিসার ইনচার্জ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা তুমলিয়া ইউনিয়নের সেন্ড মেরিস স্কুল এন্ড কলেজ এবং বাহাদুরসাদী ইউনিয়নের বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্খীদের সাথেও মতবিনিময় করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ওসি আবুবকর মিয়া বলেন, পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে, এ ধরনের গুজব ছড়িয়ে জনসাধারণকে বিভ্রান্ত করছে এক শ্রেণির মানুষ। পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা। ছেলেধরা সন্দেহে অনেকে গণপিটুনির শিকার হচ্ছেন। অনেকেই আইন নিজের হাতে তুলে নিচ্ছেন।
তিনি বলেন, ছেলেধরা গুজবে কেউ কান দিবেন না। কারো আচরণে ছেলেধরা হিসেবে সন্দেহ হলে বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করুন।
এ ধরণের অনুষ্ঠান কত দিন চলবে এক প্রশ্নে জবাবে ওসি আরো বলেন, পরিস্থিতি একটা সহনীয় মাত্রায় আসা অবদি থানা পুলিশের এ সচেতনতামূলক প্রচারণা চলবে।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে কালীগঞ্জ খানা পুলিশের পক্ষ থেকে গুজবের বিরুদ্ধে রাস্তায় রাস্তায় মাইকিং এবং স্থানীয় বাজারেগুলোতে প্রচার অভিযান পরিচালিত হয়েছে।
এদিকে, গুজব ও গণপিটুনি প্রতিরোধে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে ওসি ছাড়াও মতবিনিময় করেছেন থানার উপ-পরির্দশকরা (এসআই)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।