আন্তর্জাতিক ডেস্ক: প্রবল শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে পশ্চিমবঙ্গের প্রাক্তণ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে।
দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। সেইসঙ্গে খবরে বলা হয়েছে , তাঁর রক্তচাপ স্বাভাবিকের থেকে অনেকটাই কমে গিয়েছে।
দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর ,আজ শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটের পর হাসপাতালে আনা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। পশ্চিমবঙ্গের সাবেক এই মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য গঠন করা হয়েছে মেডিক্যাল টিম।
এছাড়া বিভিন্ন খবরে বলা হয়েছে, এদিন বুদ্ধদেব ভট্টাচার্যকে অসুস্থতার খবর পেয়ে তাঁকে হাসপাতালে দেখতে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
এছাড়া হাসপাতালে যান সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে সিওপডি-র সমস্যায় ভুগছেন বুদ্ধদেব ভট্টাচার্য। কয়েকদিন আগে তাঁর সঙ্গে দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।