গুরুতর আহত টয়া, অস্ত্রোপচারের পর যা জানালেন তার স্বামী

বিনোদন ডেস্ক: শুটিং করতে গিয়ে ড্রোনের আঘাতে গুরুতর আঘাত পান ছোট পর্দার অভিনেত্রী মুমতাহিনা টয়া। এরপর তার অস্ত্রোপচার করতে হয়েছে। জানা গেছে, নাটকের শুটিং করতে গিয়ে বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) দুর্ঘটনার কবলে পড়েন তিনি। চলন্ত ড্রোনের পাখার আঘাতে গুরুতর আহত হয়েছেন তিনি।

উত্তরার ৫ নম্বর সেক্টরে ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণাধীন ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ ক্যাম্পেইনের নাম ঠিক না হওয়া একটি নাটকের শুটিং চলাকালে এ দুর্ঘটনাটি ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুটিংয়ের প্রয়োজনে নাটকটির সেটে ড্রোন উড়ানো হয়েছিল। শট নেওয়ার এক পর্যায় ড্রোনটি ছুটে এসে টয়ার চোখের উপর পড়লে তিনি সেখানেই পড়ে যান। পড়ে একটি হাসপাতালে নিয়ে গেলে তার অস্ত্রোপচার করা হয়। হাসপাতালে তার চোখের কিছুটা উপরে ও কপালে ১০টি সেলাই পড়ে। বর্তমানে এই অভিনেত্রী বিশ্রামে আছেন।

জানা যায়, একটুর জন্য টয়ার চোখ বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে। চোখের কিছুটা উপরে এবং কপালের নিচের অংশে প্রায় ৮-১০টি সেলাই লেগেছে। এই তারকা বর্তমানে বাসায় পুরোপুরি বিশ্রামে রয়েছেন।

নতুন প্রেমিক নিয়ে ভিনদেশে উড়াল দিলেন শ্রাবন্তী

এ বিষয়ে টয়ার স্বামী শাওন সময় সংবাদকে জানান, বর্তমানে টয়া বিশ্রামে আছে। অবস্থা গুরুতর হলেও চিকিৎসা নেওয়ার পর এখন খানিকটা ভালো আছেন। সেই সাথে এই অভিনেতা স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন।