Advertisement
পাকিস্তানের খ্যাতনামা গায়িকা কুরতুলৈন বালুচ বেড়াতে গিয়ে বড় ধরনের বিপদের মুখে পড়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তিনি দেওসাই জাতীয় উদ্যানে ঘুরতে গিয়েছিলেন এবং সেখানে নিজের তাঁবুতে ঘুমাচ্ছিলেন। আচমকাই একটি বাদামি ভালুক তাঁর ওপর আক্রমণ চালায়, যার ফলে তার হাতসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর ক্ষত হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তার অবস্থা স্থিতিশীল। হাড়ে কোনো ভাঙন ঘটেনি, তবে ক্ষতগুলো সম্পূর্ণরূপে সেরে উঠতে সময় লাগবে।
সঙ্গীতপ্রেমীদের জন্য কুরতুলৈন বালুচের জনপ্রিয় কিছু গান উল্লেখযোগ্য। পাকিস্তানি ধারাবাহিক ‘হমসফর’-এর গান ‘ওহ হমসফর থা’ এবং ভারতীয় ছবির ‘পিঙ্ক’-এর গান ‘কারি কারি’ তার খ্যাতি বহুগুণ বৃদ্ধি করেছে। তার সঙ্গীতজীবনের সূচনা হয় ২০১১ সালে ‘আঁখিয়া নু রেহন দে’ গান দিয়ে। সূত্র: এনডিটিভি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।