স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের তারকা ওপেনার ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাস (৬০) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

সোমবার সকাল ১০টার দিকে মেহেরপুর-কাথুলি সড়কের ছহিউদ্দীন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। তার একটি পা ভেঙে গেছে এবং কানে আঘাত পেয়েছেন বলে জানান চিকিৎসকরা।
সোমবার দুপুরে জাতীয় দলের তারকা ব্যাটসম্যান ইমরুল কায়েস বলেন, সকালে বাবা দুর্ঘটনায় গুরুতর আহত হন। তিনি পা, হাত ও বাম কানে অনেক ব্যথা পেয়েছেন। অবস্থা খারাপ হওয়ায় বিমানে বাবাকে ঢাকায় নিয়ে এসেছি। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


