বিজ্ঞান ও প্রযুুক্তি ডেস্ক: আইফোন ব্যবহারকারীরা IOS 16 আপডেটের জন্য অপেক্ষা করছেন, যেটি সেপ্টেম্বরে প্রকাশ হওয়ার কথা রয়েছে। কিন্তু এরইমধ্যে অ্যাপল বড় একটি আপডেট প্রকাশ করেছে। এই আপডেটের মাধ্যমে একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি সংশোধন করা হয়েছে বলে জানিয়েছে তারা।
অ্যাপল তাদের ওয়েবসাইটের সাপোর্ট পেজে আইফোন ব্যবহারকারীদের অবিলম্বে তাদের আইফোন আপডেট করার জন্য অনুরোধ করেছে।
সাপোর্ট পেজে বলা হয়েছে, IOS 15.6.1 আপডেটটি আইফোন সিক্সএস এবং পরবর্তী মডেলের সমস্ত ব্যবহারকারীদের জন্য।
অ্যাপল জানিয়েছে, প্রথম নিরাপত্তা ত্রুটি হচ্ছে, যেকোনো অ্যাপ্লিকেশন “কেরনেল প্রিভিলেজ” (কেরনেল প্রিভিলেজ হচ্ছে IOS অপারেটিং সিস্টেমের মূল কোড) সুবিধাসহ ইচ্ছেমত কোড চালাতে সক্ষম হতে পারে। দ্বিতীয় নিরাপত্তা দুর্বলতাটি ওয়েবকিটের সঙ্গে সম্পর্কিত। যেটি সাফারি, ক্রোম বা অন্য যেকোনো ওয়েব ব্রাউজারকে পূর্ণ ক্ষমতা দেয়।
অ্যাপল বলছে, এই দুর্বলতাগুলো নামহীন বিভিন্ন গবেষকদের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে।
কোন কোন মডেলে এই আপডেট পাওয়া যাবে?
নতুন এই আপডেট পাওয়া যাবে আইফোন সিক্সএস এবং তার পরের মডেলগুলোতে।
কীভাবে আপডেট করতে হবে?
প্রথমে সেটিংস অপশনে গিয়ে জেনারেল বাটনে ক্লিক করতে হবে। তারপর সফটওয়্যার আপডেট অপশন দেখা যাবে। সেখানে ক্লিক করলেই আপডেট হতে শুরু করবে।
(Settings > General > Software Update)
কালার চেঞ্জিং ব্যাক প্যানেল ও শক্তিশালী প্রসেসর সহ বাজারে Vivo V25 Pro
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।