ক্যারিয়ার বিপর্যয়ের ভয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন শাহরুখ

শাহরুখ খান

বিনোদন ডেস্ক : বয়কট বলিউড বিতর্কে কার্যত রীতিমত তোলপাড় চলছে বলিউডে। যে ছবিগুলি এখন মুক্তির অপেক্ষায় দিন গুনছে তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নির্মাতারা। ইতিমধ্যেই যে ছবিগুলো মুক্তি পেয়ে গিয়েছে তাদের অবস্থা শোচনীয়। বড় বাজেট কিংবা বড় স্টার ইমেজ, কোনওটাই এখন বলিউডকে বাঁচাতে পারছে না। এমতাবস্থায় শাহরুখ ম্যাজিক কি ঘুরে দাঁড়াতে সাহায্য করবে? এমন আশা খোদ কিং খানও রাখতে পারছেন না। তাই তো এখন কিং খান তার ছবি নিয়ে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন।
শাহরুখ খান
দীর্ঘ চার বছরের বিরতির পর আগামী বছর বড়পর্দায় কাম ব্যাক করছেন শাহরুখ খান। ‘পাঠান’ ছবি দিয়ে শুরু হবে তার নতুন যাত্রা। তারপরেও তার হাতে থাকছে আরও বেশ কয়েকটি ছবি। এর মধ্যে কিছু কিছু ছবির কাজ শুরুও হয়ে গিয়েছে। ‘জিরো’ ছবির ব্যর্থতার পর দীর্ঘ ব্রেক নিয়েছিলেন শাহরুখ। আগামী বছর তিনি তার সঙ্গে ‘পাঠানে’র পাশাপাশি ‘জওয়ান’ এবং ‘ডাংকি’ও নিয়ে পর্দায় ফিরবেন বলে জানা যাচ্ছে।

৫৭ বছর বয়সী শাহরুখ খানের ছবির ঝুলিতে এখন উপচে পড়ছে কাজ। ছবি নির্মাতারাও তার সঙ্গে কাজ করতে আগ্রহী। তবে ছবির চিত্রনাট্যের উপর জোর দিচ্ছেন কিং খান। এই বাজারে টিকে থাকতে হলে ভাল ছবি আনা ছাড়া গতি নেই। আপাতত ‘ডন-৩’ ছবির জন্য চিত্রনাট্য খোঁজার কাজে মন দিয়েছেন কিং খান এমনটাই জানা যাচ্ছে।

‘ডন’ এবং ‘ডন ২’, শাহরুখের এই দুটি ছবি একসময় বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। এই সিরিজের তৃতীয় সিকুয়্যেল আনার বিবেচনা বহুদিন ধরেই চলছে। তবে শোনা যাচ্ছে বাদশার কাছে ইতিমধ্যেই নাকি ছবির চিত্রনাট্য এসে পৌঁছেছিল। কিন্তু পড়া মাত্র তা ফিরিয়ে দিয়েছেন শাহরুখ। মুম্বাইয়ের বিশিষ্ট সংবাদ সংস্থা সূত্রে খবর, শাহরুখকে ‘ডন ৩’ ছবির চিত্রনাট্য পড়ে দেখার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করে দিয়েছেন।

ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে শাহরুখ খান ‘ডন ৩’ ছবির কাজ হাতে নেওয়ার আগে চিত্রনাট্য সম্পর্কে নিশ্চিত হতে চাইছেন। চিত্রনাট্য পড়ে তিনি তার মতামতে জানিয়েছেন এই চিত্রনাট্য তার পছন্দ হয়নি এমনটা নয়, তবে তিনি ‘পুরোপুরি বিশ্বাসী’ হতে পারছেন না। আপাতত বলিউডে যেভাবে একেকবার এক ছবি ব্যর্থ হচ্ছে এই পরিস্থিতিতে তো বহু আকাঙ্ক্ষিত ছবিটির মুক্তি দেওয়ার কথা ভাবতেই পারছেন না কিং খান।

আগামী বছর জানুয়ারি মাসে প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাবে শাহরুখের ছবি ‘পাঠান’। ছবির নাম নিয়ে আগে থেকেই সোশ্যাল মিডিয়াতে জল ঘোলা শুরু হয়ে গিয়েছে। সেই সঙ্গে বয়কট বলিউড, বয়কট খান ট্রেন্ড তো রয়েইছে। এই পরিস্থিতিতে ‘পাঠান’ কতটা সফল হবে তা নির্ভর করছে দর্শকদের উপর। এই ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান, জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন।

১০০ কোটির মাইলফলক পার করল ‘কার্তিকেয়া ২’