
নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে ধান কাটতে গিয়ে পা পিছলে পড়ে মজিবর রহমান (৩৫) নামে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে।
Advertisement
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। মৃত মজিবর রহমান উপজেলার খুবজীপুর ইউনিয়নের খুবজীপুর পুর্ব পাড়া মহল্লার আবুল প্রামানিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মজিবর রহমান অন্যান্য শ্রমিকদের সাথে বিলসা গ্রামের এক কৃষকের জমিতে সকালে কাজ করতে যান। কাজ শেষে দুপুরে ধানের বোঝা মাথায় নিয়ে গন্তব্যস্থলে ফেরার পথে সরু রাস্তার আইল ধরে হাটার সময় পা পিছলে পড়ে যান।
এ সময় ঘাড়ে আঘাত লেগে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন মজিবরকে উদ্ধার করে বিলশা থেকে ভ্যানযোগে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তিনি মারা যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


