আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছেন তারা বাড়াবাড়ি করলে গুলি করার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
শনিবার বাঁকুড়া শহরের হিন্দি স্কুল ময়দান থেকে তামিলবাঁধ ময়দান পর্যন্ত মিছিলে হাঁটেন সাংসদ দিলীপ। মিছিল শেষে তামিলবাঁধ ময়দানের একটি সভায় বলেন, ‘মানুষের জন্য নয়, ভোটবাক্সের কথা ভেবেই নাগরিকত্ব আইনের বিরোধিতায় সুর চড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মুখ্যমন্ত্রী জানেন মুসলিমরা এদেশে না থাকলে কেউ তাকে ভোট দেবে না।’
ফরহাদ হাকিমকে কেন মেয়রের আসনে বসানো হয়েছে, তা নিয়েও কটাক্ষ করেন দিলীপ ঘোষ। সেই সঙ্গে শেষ কয়েকদিনে রাজ্যের পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শালীনতার সীমা অতিক্রম করে সাংসদ সুভাষ সরকারের পথে হেঁটে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। বলেন, পুলিশ কেন কোনও কঠোর পদক্ষেপ নেয়নি? তারা কি মুখ্যমন্ত্রীর আঁচলের নিচে লুকিয়ে ছিল?
পাশাপাশি সভা থেকে তিনি সাফ জানিয়ে দেন, ‘আসামে গুলি চলেছে। বাংলার যেখানে অশান্তি হবে, সেখানেও গুলি চলবে। সরকারি সম্পত্তি নষ্ট করলে মরতেই হবে। কাউকে ছাড়া হবে না। সব জায়গায় বন্দুক চলবে, কত জায়গায় মুখ্যমন্ত্রী সামলাবেন?’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।