কলকাতার ‘গু কাকু’ ছবিতে মোশারফ করিম, সাথা থাকছেন যারা

'গু কাকু' ছবিতে মোশারফ করিম

মোশারফ করিম বাংলাদেশের তুমুল জনপ্রিয় এবং সেরা অভিনেতা অনেক বছর ধরে। নাটকে মোশারফ করিম সমতুল্য অভিনেতা বর্তমানে খুব কমই আছে। মোশারফ করিমের জনপ্রিয়তা শুধু বাংলাদেশেই নয়, ওপার বাংলাতেও মোশারফ করিম সমানভাবে জনপ্রিয়।

মোশারফ করিমকে কলকাতার আরও একটি ছবিতে শিগগিরই দেখা যাবে । আগামী ফেব্রুয়ারিতে ‘গু কাকু’ নামে এ ছবিরর শ্যুটিং  শুরু হতে যাচ্ছে।

'গু কাকু' ছবিতে মোশারফ করিমপরিচালক মণীশ বসু জানিয়েছে, এ কাকু আসলে কাল্পনিক। আর এই কাকুকে কেন্দ্র করেই ‘গু কাকু- দ্য পটি আঙ্কল’। ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির দশ বছর পূর্তি উপলক্ষে এই ছবি প্রযোজনা করছে মোজো প্রোডাকশনস।

এ ছবিতে মোশারফ করিমের সঙ্গে আরও থাকছেন ঋত্বিক চক্রবর্তী ও তনুশ্রী চক্রবর্তী। এছাড়াও এ ছবিতে আরও অভিনয় করবেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, সুস্মিতা চট্টোপাধ্যায়, অপরাজিতা ঘোষ এবং মিশকা হালিমের মতো তারকারা। তবে ‘গু কাকু’ এর ভূমিকায় কে অভিনয় করছেন, সে বিষয়ে এখনও মুখ খুলতে নারাজ নির্মাতারা।
‘গু কাকু’ ছবির পটভূমিকা নব্বইয়ের দশকের একটি মফস্বলি অঞ্চল।

১৭,০০০ হাজারের বিকিনিতে ঝলক দেখালেন জাহ্নবী কাপুর

পরিচালকের কথায়- একজন ব্রাত্য, প্রান্তিক মানুষ কী ভাবে একটি গোটা জনগোষ্ঠীর জীবনকে তীব্র ভাবে প্রভাবিত করে ও শেষমেশ সেই অঞ্চলের অধিবাসীদের জন্য হ্যামলিনের বাঁশিওয়ালা হয়ে ওঠে, সে গল্পই উঠে আসে এই ছবিতে।