জুমবাংলা ডেস্ক: ৯ শতাংশ সুদে ফ্ল্যাট এবং বাড়ি নির্মাণে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ঋণ বৃদ্ধি করার প্রস্তাবে সম্মতি দেওয়ায় অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালকে ধন্যবাদ জানিয়েছেন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ভারপ্রাপ্ত সভাপতি লিয়াকত আলী ভূইয়া।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন, ‘সরকারের এই সিদ্ধান্তের ফলে ক্রেতা ও বিক্রেতা উভয়েই লাভবান হবেন। আমরা আশা করছি খুব দ্রুত এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। আবাসন খাতে ঋণ সুবিধা বৃদ্ধি এই খাতে ফলপ্রসু ভূমিকা রাখবে এবং অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধিতে সহায়তা করবে। লিংকেজ শিল্পগুলো আরো প্রসার লাভ করবে।’
লিয়াকত আলী ভূইয়া বলেন, ‘আমরা রিহ্যাবের পক্ষ থেকে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। ক্রমবর্ধমান চাহিদা এবং বাস্তবতা বিবেচনা করে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ বর্তমান সরকার প্রশংসার দাবিদার।’
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ফ্ল্যাট এবং বাড়ি নির্মাণে গৃহঋণের সীমা ১ কোটি ২০ লাখ থেকে বৃদ্ধি করে ২ কোটি টাকা পর্যন্ত বর্ধিত করে প্রজ্ঞাপন জারি করে। নতুন করে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন এর গৃহঋণ বৃদ্ধির প্রস্তাবে সরকার সম্মতি জানায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।