জুমবাংলা ডেস্ক : গাইবান্ধায় এক কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় স্কুল শিক্ষক ইউনুস আলীর জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে তাকে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ রবিবার এ আদেশ দেন। হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনে এ আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ জানান, গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের নওহাটী গ্রামের হাবিবুর রহমানের ছেলে ইউনুস আলীর বিরুদ্ধে তার এক কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গতবছর ১০ জুন মামলা হয়।
ওই মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নেন ইউনুস আলী। এই জামিন শেষে গতবছর ২২ সেপ্টেম্বর গাইবান্ধার আদালতে আত্মসমর্পন করেন তিনি। ওই আদালত তার জামিনের আবেদন খারিজ করে কারাগারে পাঠায়। পরবর্তীতে তিনি হাইকোর্ট থেকে ২২ নভেম্বর জামিন নিয়ে কারাগার থেকে মুক্তি পান। এ অবস্থায় ওই শিক্ষকের জামিন বাতিল করে তাকে আত্মসমর্পনের নির্দেশনা চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আদালত শুনানি শেষে ওই শিক্ষকের জামিন বাতিল করে আত্মসমর্পনের নির্দেশ দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।