নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে মোছা. আসমা আক্তার (৩৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুরে পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামে এ ঘটনা ঘটে।
আসমা নেত্রকোনার সদর উপজেলার পাঁচকাহুনিয়া গ্রামের মো. সবুজ মিয়ার মেয়ে ও শ্রীপুরের বরমী ইউনিয়নের বড়নল গ্রামের বাসচালক আব্দুল রশিদের স্ত্রী। তিনি স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন। এ দম্পতির দুই শিশু সন্তান রয়েছে।
নিহতের ছোট বোন আরিফা আক্তার জানান, সম্প্রতি তার দুলাভাই আরেকটি বিয়ে করেন। এ নিয়ে প্রায়ই দাম্পত্য কলহ ও মারধরের ঘটনা ঘটত। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে খবর পান, বোনকে হত্যা করে দুলাভাই দুই সন্তান নিয়ে পালিয়েছেন।
শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে রাতে শ্বাসরোধে হত্যা করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel