বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আগের অর্থবছরে ২ কোটি ১০ লাখ ইউনিট সুইচ কনসোল বাজারজাত করেছে নিনতেনদো। হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইসের বাজারে প্রতিষ্ঠানটির ভালো অবস্থান রয়েছে। চাহিদা বাড়তে থাকায় চলতি বছরে ডিভাইসটির উৎপাদন আরো বাড়ানোর বিষয়ে ভাবছে কিয়োটোভিত্তিক প্রতিষ্ঠানটি। খবর টেকটাইমস।
এপ্রিল থেকে সরবরাহকারী ও অ্যাসেম্বল অংশীদারদের সুইচ ডিভাইসের উৎপাদন বাড়ানোর নির্দেশনা দিয়েছে প্রতিষ্ঠান। তবে মোট পরিমাণ সম্পর্কিত কোনো তথ্য জানা যায়নি।
২০২২ সালের নভেম্বরে উপকরণ সংকটে নিনতেনদো তাদের সুইচ কনসোল বিক্রির লক্ষ্যমাত্রা কমিয়ে ১ কোটি ৯০ লাখ ইউনিটে নামিয়ে আনে। তবে ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, চাহিদা বাড়তে থাকায় প্রতিষ্ঠানটি আরো ডিভাইস তৈরির বিষয়ে নিশ্চিত ও আশাবাদী। সূত্রের তথ্যানুযায়ী, এপ্রিল থেকে সরবরাহকারী ও অ্যাসেম্বল সহযোগীরা সুইচ কনসোলের উৎপাদন বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত আগামী অর্থবছরের জন্য কী পরিমাণ ডিভাইস তৈরি করা হবে সে-সংক্রান্ত কোনো নির্দেশনা বা তথ্য নিনতেনদোর পক্ষ থেকে জানানো হয়নি। যদি চাহিদা কমে যায় তাহলে প্রতিষ্ঠানটিকে পুনরায় সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে।
ইউবিএস সিকিউরিটিজের বিশ্লেষক কেনজি ফুকুইয়ামা জানান, কনসোলের সরবরাহ থাকলেও ছুটির মৌসুমে সে রকম বিক্রি দেখা যায়নি। পাশাপাশি বিক্রিতে মন্দার আশঙ্কায় এড়িয়ে যাওয়া যাবে না। ব্যবহারকারী বা ভোক্তারা শিগগিরই পরবর্তী প্রজন্মের হার্ডওয়্যার কিনতে আগ্রহী হবে। তাই পুরনো ডিভাইসের গ্রহণযোগ্যতা কমে যাবে।
ফোল্ডিং স্মার্টফোন দুনিয়ায় চমক নিয়ে আসছে Oppo, লঞ্চের আগেই ফিচার ফাঁস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।