গেইলকে টপকে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড রোহিতের

গেইলকে টপকে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড রোহিতের

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে ‘হিটম্যান’ বলা হয় রোহিত শর্মাকে। ভারতীয় ক্রিকেট দলের এই অধিনায়ক চার, ছক্কা হাঁকাতে ওস্তাদ।

বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে রাজকোটে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৬টি ছক্কার সাহায্যে ৮১ রানের ইনিংস খেলেন। এদিন আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫০টি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন রোহিত।

গেইলকে টপকে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড রোহিতের

তিনি ভেঙে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ‘সাবেক’ তারকা ক্রিকেটার ক্রিস গেইলের নজির। সব থেকে কম ম্যাচ খেলে এই মাইলফলক পার করলেন রোহিত। তবে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর মালিক এখনও গেইলই।

ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫৩টি ছক্কা হাঁকিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বিভিন্ন ফরম্যাট মিলিয়ে ছয় হাঁকানোর তালিকায় শীর্ষে রয়েছেন ক্যারিবিয়ান তারকা। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা মোট ৫৫১টি ছক্কা হাঁকিয়েছেন। তিনি রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে।

তবে সাড়ে পাঁচশো ছক্কা রোহিত মাত্র ৪৭১ ইনিংসে হাঁকিয়েছেন। সেখানে গেইল সাড়ে পাঁচশো ছক্কা হাঁকানোর মাইলস্টোন স্পর্শ করতে নিয়েছেন ৫৪৮ ইনিংস। সেই দিক থেকে গেইলকে টপকে গিয়েছেন রোহিত। খুব শীঘ্রই হয়তো গেইলের সর্বোচ্চ ছক্কা হাঁকানোর নজিরও ভেঙে দেবেন হিটম্যান।