স্পোর্টস ডেস্ক : সতীর্থ রামনরেশ সারওয়ানকে নিয়ে বিতর্কিত ও অপমানজনক মন্তব্য করায় শাস্তির মুখে পড়তে পারেন ক্রিস গেইল। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট রিকি স্কেরিটের কথায় সেই আভাস স্পষ্ট।
২০ বছর বয়সী গেইল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এ মৌসুমে খেলবেন সেন্ট লুসিয়া জুকসে। যদিও তার তিন বছরের চুক্তি ছিল নিজর দেশের ফ্র্যাঞ্চাইজি জ্যামাইকা তালাওয়াসের সঙ্গে। কিন্তু জ্যামাইকা তাকে ছেড়ে দেওয়ায় দলটির সহকারী কোচ সারওয়ানের ওপর দায় চাপান গেইল।
এক সময়ের সতীর্থকে তুলনা করেন সাপের সঙ্গে। এ ছাড়া সারওয়ানকে করোনাভাইরাসের চেয়েও ভয়ংকর হিসেবে আখ্যা দেন গেইল। আর এর সবই তিনি বলেছেন প্রকাশ্যে, ইউটিউব ভিডিওতে।
রিকি স্কেরিট বলছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য এসব মোটেও ভালো কিছু নয়। এসব খবর পড়তে অবশ্যই আমার ভালো লাগেনি। কোনো ক্রিকেটার যদি কোনো ক্লাব, ফ্র্যাঞ্চাইজি বা বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ থাকে, অবশ্যই তাকে কিছু শর্ত মেনে চলতে হয়। ভাবমূর্তি ক্ষুন্ন হয়, এমন কোনো আচরণ তারা করতে পারে না।’
গেইলও তাই ছাড় পাচ্ছেন বলে মনে হয় না। স্কেরিট বলেন, ‘এই ব্যাপারটি এখনই শেষ হয়ে যায়নি। আমি নিশ্চিত, ক্রিস গেইল ও সিপিএল কর্তৃপক্ষের মধ্যে এটি নিয়ে আলোচনা চলছে। কারণ সে তো একটি ফ্র্যাঞ্চাইজি দলে চুক্তিবদ্ধ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।