স্পোর্টস ডেস্ক: আন্দ্রে রাসেল ও ক্রিস গেইলকে বাইরে রেখে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। করোনা পজিটিভ হওয়ায় আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে সুযোগ হয়নি এভিন লুইস, ফ্যাবিয়ান অ্যালেন ও এন্ডারসন ফিলিপের। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলতে পারেন অ্যালেন।
ফিট হয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক কাইরন পোলার্ড। হ্যামস্ট্রিং ইনজুরির কারনে সর্বশেষ পাকিস্তান সফরে খেলতে পারেননি পোলার্ড।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে গেইল জানিয়েছিলেন, জ্যামাইকায় নিজ শহরে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ক্রিকেটকে বিদায় জানাবেন। কিন্তু সেই সুযোগ সহসা হচ্ছে না গেইলের। ঘরের মাঠে ইংল্যান্ড-আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য দলে জায়গা পাননি তিনি।
পাকিস্তান সফরে না থাকলেও দুই ফরম্যাটের দলেই ফিরেছেন সাবেক অধিনায়ক জেসন হোল্ডার। টি-টোয়েন্টি বিশ^কাপে ইনজুরিতে পড়া ম্যাককয় আসন্ন সিরিজের দলে বিবেচিত হননি। ইনজুরি কাটিয়ে বিগ ব্যাশে খেললেও, দলে রাখা হয়নি রাসেলকে।
গোড়ালির ইনজুরির কারনে বিশ^কাপ খেলতে না পারা অ্যালেন করোনায় আক্রান্ত হয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলার সম্ভাবনা রয়েছে তার। তাই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে রাখা হয়েছে তাকে।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও একটি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ম্যাচগুলো হবে ৮, ১১ ও ১৪ জানুয়ারি, একমাত্র টি-টোয়েন্টি হবে ১৭ জানুয়ারি। সবগুলো ম্যাচই জ্যামাইকায়।
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচগুলো হবে ২২, ২৩, ২৬, ২৯ ও ৩০ জানুয়ারি। সিরিজের সব ম্যাচ হবে ব্রিজটাউনে।
ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল : কাইরন পোলার্ড (অধিনায়ক), শাই হোপ, শামার ব্রুকস, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, গুডাকেশ মোটি, জেইডেন সিলস, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ ও ডেভন টমাস।
রিজার্ভ : কিসি কার্টি, শেলডন কটরেল।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল : কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফ্যাবিয়ান অ্যালেন (শুধুমাত্র ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে), ড্যারেন ব্রাভো (শুধু ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে), রোস্টন চেইজ, শেলডন কটরেল, ডমিনিক ড্রেকস, শাই হোপ, আকিল হোসেন, জেসন হোল্ডার, ব্রান্ডন কিং, কাইল মায়ার্স, রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ ও হেইডেন ওয়ালশ জুনিয়র।
রিজার্ভ : জেডেন সিলস, আলজারি জোসেফ, ডেভন টমাস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।