গোপনে গভীর রাতে বিয়ের আয়োজনে সহযোগিতা করায় মানিকগঞ্জের সাটুরিয়ায় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বর-কনেকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ভ্রামম্যাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম এই রায় দেন।
জানা যায়, অভিযুক্ত ওই ইউপি সদস্যর নাম ইসহাক আলী। তিনি উপজেলার বরাইদ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য।আর বর সদর উপজেলার মানরা গ্রামের বাবুল হোসেন (৩৬) ও কনে বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে মৌসুমী আক্তার (২১)।
ইউএনও আলরাফুল ইসলাম দৈনিক আমাদের সময়কে জানান, বৃহস্পতিবার রাতে মৌসুমী আক্তারের (২১) সঙ্গে বাবুল হোসেনের (৩৬) বিয়ে হয়। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়ে জমায়েত করে বিয়ে পড়ানোর দায়ে বর ও কনেকে কনের বাড়িতে আলাদা হোম কোয়ারেন্টিনে রাখা হয়। সেই সঙ্গে বিয়ের কাজে সহযোগিতা করায় ওই ইউপি সদস্যকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।