বিনোদন ডেস্ক : আলোচিত নির্মাতা রায়হান রাফি ও চিত্রনায়িকা তমা মির্জাকে নিয়ে এর আগেও একাধিকবার প্রেমের গুঞ্জন উঠেছে। দুই তারকাই বারবার বিষয়টি অস্বীকার করে বন্ধুত্বের সম্পর্ক বলে জানিয়েছেন। তবে সেই খবর বেশ পুরনো। এবার নতুন করে গুঞ্জন উঠেছে―তারা দু’জন নাকি বিয়ে করেছেন! যদিও এ ব্যাপারে তাদের কারও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি এখনো।
মূলত একটি ছবিকে কেন্দ্র করে রাফি-তমার বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। গত ৩ মার্চ ছিল নির্মাতা রাফির জন্মদিন। জীবনের বিশেষ দিনটিতে বাসায় কেক কেটেছেন নির্মাতা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, রাফির একপাশে তার মা, অন্যপাশে তমা মির্জা।
রাফি ও তমা মির্জার মধ্যকার প্রেমের গুঞ্জন বেশ পুরনো হলেও, নতুন করে এ ছবি ছড়িয়ে পড়তেই তাদের মধ্যকার বিয়ের গুঞ্জন এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নেটিজেনরা তাদের নিজেদের মতো করে নানা ধরনের চর্চা ছড়াচ্ছে। গোপনে বিয়ে-সংসার নিয়েও গুঞ্জন উঠে। যা দৃষ্টি এড়ায়নি অভিনেত্রী তমা মির্জারও। বিষয়টি নিয়ে প্রথমে চুপ থাকলেও এবার নীরবতা ভেঙে এ নিয়ে কথা বললেন তিনি।
তমা মির্জা অনেকটা কৌশলে প্রেম-ভালোবাসা কিংবা বিয়ের বিষয়টি উল্লেখ না করেই এ নিয়ে কথা বলেছেন। মঙ্গলবার (৪ মার্চ) সোশ্যাল মিডিয়া ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘আমি সংবাদমাধ্যমকে এই ধরনের বিভ্রান্তিকর ও অপ্রয়োজনীয় গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য দৃঢ়ভাবে অনুরোধ করছি।’
এ চিত্রনায়িকা লিখেছেন, ‘আমি একজন শিল্পী, আর একজন শিল্পী হিসেবে আমার প্রাথমিক মনোযোগ কাজের দিকে এবং বর্তমানে আসন্ন প্রকল্পগুলোর প্রতি মনোযোগ আমার। তবে যারা দায়িত্বশীল এবং সততার সঙ্গে সংবাদ পরিবেশন করেন তাদের সম্মান এবং পেশদারিত্বের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
প্রসঙ্গত, নির্মাতা রায়হান রাফির পরিচালনায় ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে প্রথমবার অভিনয় করেন চিত্রনায়িকা তমা মির্জা। তারপর ‘৭ নম্বর ফ্লোর’-এ দেখা যায় তাকে। সবশেষ ‘সুড়ঙ্গ’ সিনেমায় দেখা গেছে এ অভিনেত্রীকে। এতে তার সঙ্গে ছিলেন ছোটপর্দার অভিনেতা আফরান নিশো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।