বিনোদন ডেস্ক : মিমকে গোপনে বিয়ে করে ঘরে তুললেন সালাউদ্দিন লাভলু! শিরোনামটি পড়ে হয়তো অনেকের চোখ কপালে। হ্যাঁ, মিমকে গোপনে বিয়ে করেছেন তিনি। তবে সেটি টিভির পর্দায়।
টিভি নাটকে তুমুল জনপ্রিয় নাম সালাউদ্দিন লাভলু। ২০০৪ সাল থেকে ধারাবাহিকভাবে নির্মাণে ও অভিনয়ে সরব রয়েছেন ছোট পর্দায়। ধারাবাহিক নাটক ‘রঙের মানুষ’ খ্যাত এ নির্মাতা দর্শকদের উপহার দিয়েছেন ভিন্নধারার অসংখ্য জনপ্রিয় নাটক।
মহামারি করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দী ছিলেন সালাউদ্দিন লাভলু। আসন্ন কোরবানির ঈদে উপলক্ষে ‘চুরি করা বউ’ শিরোনামের একটি নাটকের মাধ্যমে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরছেন তিনি।
‘চুরি করা বউ’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মেধাবী নির্মাতা এস এ হক অলিক। নাটকটিতে সালাউদ্দিন লাভলুর বিপরীতে অভিনয় করছেন চলতি প্রজন্মের অন্যতম মডেল ও অভিনেত্রী মিম চৌধুরী। সম্প্রতি গাজীপুরের পুবাইলে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আসছে ঈদে একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচার করা হবে বলে জানান পরিচালক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।