গোপালগঞ্জের সাকিব যেভাবে কলকাতা নাইট রাইডার্সে

স্পোর্টস ডেস্ক : বাইশ গজে জাদু দেখিয়ে বিশ্ববিখ্যাত হয়েছেন মাগুরার সাকিব আল হাসান। দেশের নাম উজ্জ্বল করছেন বিশ্ব মঞ্চে। তার বিদায়বেলায় আরেক সাকিব উঠে আসছেন ধীরে ধীরে। তিনি সাকিব হুসেইন। ভারতের বিহার রাজ্যের গোপালগঞ্জ জেলায় তার বাড়ি। ১৯ বছর বয়সী এই পেসারকে ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

বিহারের প্রত্যন্ত এলাকা থেকে আইপিএলের ঝলমলে মঞ্চে আগমনের পেছনে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রাকেশ তিওয়ারিকে কৃতিত্ব দিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘প্রথমেই আমি বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন আর জনাব রাকেশ তিওয়ারিকে ধন্যবাদ দেব। তারা আমাকে সকল সমর্থন দিয়েছেন। এই সমর্থন না পেলে আমি হয়তো কোনো গলিতে ক্রিকেট খেলতাম।’

নাইট রাইডার্সে যোগ দিয়েই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন সাকিব। গত আসরে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে শিরোপা জিতেছে কলকাতা। দেশ-বিদেশের বড় বড় তারকাদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ারের অভিজ্ঞতা নিয়ে সাকিব বলেন, ‘গত এক বছরে আমি অনেক উন্নতি করেছি। আইপিএলের অভিজ্ঞতা আমার সামনের ঘরোয়া লিগগুলোতে কাজে দেবে।’

ইসরায়েলি বিমান হামলায় কোমায় ফুটবলার সেলিন

কলকাতার খেলার সুবাদে দলটির মালিক বলিউড সুপারস্টার শাহরুখ খানকে কাছ থেকে দেখেছেন সাকিব। তাকে নিয়ে এই তরুণ পেসার বলেন, ‘শাহরুখ খান খুব ভালো একজন মানুষ। তিনি অত্যন্ত বিনয়ী। তার মতো বিনয়ী মানুষ আমি দেখিনি। এছাড়া মিচেল স্টার্ককে আমি বড় ভাই বলতাম। সে নেটে আমার বোলিং দেখেছে এবং পরামর্শ দিয়েছে। এতে আমি খুবই উপকৃত হয়েছি।’